চট্টগ্রাম কলেজ বাংলা বিভাগের উদ্যোগে গ্রন্থ আলোচনা অনুষ্ঠান গত ২৮ জুলাই বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক শামীমা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এবারের গ্রন্থ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কাব্যনাট্য ‘বিসর্জন।’ এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মোজাহেদুল ইসলাম চৌধুরী, উপাধ্যক্ষ প্রফেসর সুব্রত বিকাশ বড়ুয়া। বাংলা বিভাগের প্রভাষক মুহিব উল্লাহর সঞ্চালনায় মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আবদুস সালাম। বিভাগের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরাও আলোচনায় স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। আরো উপস্থিত ছিলেন বিভাগের সহযোগী অধ্যাপক মো. কামরুল আলম চৌধুরী এবং সহকারী অধ্যাপক মোহাম্মদ নূরুজ্জামান। প্রেস বিজ্ঞপ্তি।