সীতাকুণ্ডে বিশ্ব জনসংখ্যা দিবস পালন

সীতাকুণ্ড প্রতিনিধি | শনিবার , ৩০ জুলাই, ২০২২ at ৬:০৫ পূর্বাহ্ণ

‘সকলের সুযোগ, পছন্দ ও অধিকার নিশ্চিত করে প্রাণবন্ত ভবিষ্যত গড়ি’- এ প্রতিপ্রাদ্যকে সামনে রেখে সীতাকুণ্ডে বিশ্ব জনসংখ্যা দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার বিকাল ৪টায় উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের উদ্যোগে উপজেলা পরিষদ হল রুমে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড আসনের এমপি দিদারুল আলম। উপজেলা চেয়ারম্যান এস এম আল মামুনের সভাপতিত্বে ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জিয়াউল কাদেরের সঞ্চালনায় এতে প্রধান বক্তা ছিলেন ইউএনও মো. শাহাদাত হোসেন, বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল আলম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নুর উদ্দিন রাশেদ, প্রেস ক্লাব সভাপতি সৌমিত্র চক্রবর্তী, বাড়বকুণ্ড ইউপি চেয়ারম্যান মো. সাদাকাত উল্লাহ মিয়াজী। এছাড়া বক্তব্য রাখেন ডা. নার্গিস সুলতানা, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আবু বক্কর প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথি আলহাজ্ব দিদারুল আলম এমপি বলেন, বাংলাদেশের উন্নয়নে জনসংখ্যা নিয়ন্ত্রণসহ নানামুখী তৎপরতা চালিয়ে যেতে হবে। এর মধ্যে গুরুত্বপূর্ণ হলো বাল্যবিবাহ বন্ধ করা। না হলে সমাজ অন্ধকারে নিমজ্জিত হবে। বাংলাদেশে এখন জনসংখ্যা সাড়ে ১৬ কোটি। একসময় দ্রুতগতিতে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছিল। বর্তমান সরকার শুরু থেকেই দুই সন্তান নীতিসহ নানান পদ্ধতিতে নিয়ন্ত্রণে সফলতা এনেছে। সরকারের সহযোগী হিসেবে সক্রিয় ভূমি রাখায় এজন্য অবশ্যই পরিবার পরিকল্পনা বিভাগকে ধন্যবাদ দিই আমি। আশা করি তারা ভবিষ্যতেও এভাবে কাজ করে প্রশংসা কুড়াবে। সভা শেষে এ বিষয়ে ভূমিকা রাখায় সংশ্লিষ্ট ব্যক্তিদের পুরস্কৃত করা হয়।

পূর্ববর্তী নিবন্ধপটিয়ায় তিন দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন
পরবর্তী নিবন্ধচুয়েট গণিত এলামনাই এসোসিয়েশনের মতবিনিময় সভা