পরিত্যক্ত ঘরে বসে ডাকাতির প্রস্তুতি, গ্রেপ্তার ৮

আজাদী প্রতিবেদন | শনিবার , ৩০ জুলাই, ২০২২ at ৫:৩৭ পূর্বাহ্ণ

নগরীর কোতোয়ালীতে পরিত্যক্ত ঘরে বসে ডাকাতির প্রস’তি নেওয়ার সময় ৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত পৌনে ১২টার দিকে থানাধীন জমিয়াতুল ফালাহ মসজিদ গেটের পাশে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন মো. দেলোয়ার হোসেন (২৩), মো. সোহেল (৩০), আরমান হোসেন (১৯), মো. করিম (১৯), মো. খোকন (৩৫), শাহীন মোহাম্মদ ওমর ফারুক (২০), মো. রুবেল (২৩) ও মো. জাবেদ হোসেন জাহিদ (২৫)।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির আজাদীকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জমিয়াতুল ফালাহ মসজিদের মেইন গেইটের পাশে অভিযান চালানো হয়। এ সময় অন্ধকার পরিত্যক্ত ঘরে জড়ো হয়ে ডাকাতির প্রস’তি নেওয়ার সময় ৮ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ৮টি ছোরা উদ্ধার করা হয়েছে। আটককৃতদের মধ্যে মো. দেলোয়ার হোসেনের বিরুদ্ধে ৬টি, মো. জাবেদ হোসেন জাহিদের বিরুদ্ধে ৪টি, মো. সোহেলের বিরুদ্ধে ২টি ও মো. রুবেলের বিরুদ্ধে ১টি মামলা রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধটেকনাফে ১ কেজি আইসসহ ৬ কোটি টাকা মূল্যের মাদক জব্দ
পরবর্তী নিবন্ধরেলওয়ের দুই তদন্ত কমিটি