সেই মহানগর প্রভাতীতে কাটা পড়ে একজনের মৃত্যু

আজাদী অনলাইন | শুক্রবার , ২৯ জুলাই, ২০২২ at ৭:০৩ অপরাহ্ণ

মীরসরাইয়ে লেভেল ক্রসিং অতিক্রম করার সময় যে মহানগর প্রভাতী ট্রেনের সামনে পড়ে মাইক্রোবাসের ১১ জন নিহত হয়েছে সেই ট্রেনে কাটা পড়ে নগরীর পাহাড়তলীতে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

আজ শুক্রবার(২৯ জুলাই) বিকেলে পাহাড়তলী পুলিশ বিট রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

রেলওয়ে পূর্বাঞ্চলের সহকারী পরিবহন কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “মহানগর প্রভাতী ট্রেনে একজন আত্মহত্যা করেছেন এমন সংবাদ রেলওয়ে কন্ট্রোল রুম থেকে পেয়েছি। আমরা বিস্তারিত খোঁজ নিচ্ছি।”

এর আগে আজ শুক্রবার বেলা দেড়টার দিকে মীরসরাইয়ের বড়তাকিয়া স্টেশনে ঢোকার মুখে রেলক্রসিংয়ে উঠে পড়া পর্যটকবাহী একটি মাইক্রোবাসে ওই ট্রেনটির ধাক্কায় কমপক্ষে ১১ জনের মৃত্যু হয়।

পূর্ববর্তী নিবন্ধখৈয়াছড়া রেলক্রসিংয়ের গেটম্যান আটক
পরবর্তী নিবন্ধপবিত্র আশুরা ৯ আগস্ট