কাপ্তাই হ্রদে মাছ শিকারের নিষেধাজ্ঞার সময় বাড়লো ১০ দিন

রাঙামাটি প্রতিনিধি | শুক্রবার , ২৯ জুলাই, ২০২২ at ৫:৪৩ অপরাহ্ণ

পানির উচ্চতা বৃদ্ধি না পাওয়ায় পার্বত্য জেলা রাঙামাটির কাপ্তাই হ্রদের মাছ শিকারে নিষেধাজ্ঞার সময় আরো ১০ দিন বাড়ানো হয়েছে।

বৃহষ্পতিবার রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ে হ্রদে মাছ শিকার সংক্রান্ত এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

এর আগে কাপ্তাই হ্রদে মাছের প্রজনন ও উৎপাদন বৃদ্ধির লক্ষে গত পহেলা মে থেকে তিন মাসের জন্য কাপ্তাই হ্রদে মাছ শিকার, বিপনন ও পরিবহনের ওপর নিষেধাজ্ঞা দেয়া হয়। সেই হিসেবে আগামী ৩১ জুলাই কাপ্তাই হ্রদে মাছ শিকার উন্মুক্ত হওয়ার কথা ছিল কিন্তু হ্রদে পর্যাপ্ত পানি না থাকায় কতৃপক্ষ মাছ শিকারে নিষেধাজ্ঞার সময় ১০ দিন বাড়িয়ে আগামী ১০ আগস্ট ২০২২ পর্যন্ত নির্ধারণ করে।

বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন রাঙামাটি শাখার ব্যবস্থাপক তৌহিদুল ইসলাম জানান, কাপ্তাই হ্রদে মাছ শিকারের নিষেধাজ্ঞার সময় শেষ হলেও হ্রদের পানি পর্যাপ্ত বাড়েনি। গতকাল পর্যন্ত হ্রদে পানির উচ্চতা ছিল ৯১.৬ এমএসএল কিন্তু নূন্যতম পানির উচ্চতা ১০০ এমএসএল না হলে মাছ শিকার করা হ্রদের মৎস্য সম্পদের জন্য ক্ষতিকারক। তাই হ্রদে মাছ শিকারের নিষেধাজ্ঞার সময় বাড়ানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধজ্বালানি তেলের মূল্যবৃদ্ধির ব্যাপারে এখনও সিদ্ধান্ত নেয়নি সরকার : চট্টগ্রামে মন্ত্রিপরিষদ সচিব
পরবর্তী নিবন্ধখৈয়াছড়া রেলক্রসিংয়ের গেটম্যান আটক