শেখ হাসিনার হাতে দেশের সকল জনগণ নিরাপদ

বাঁশখালী পৌর আ. লীগের সম্মেলনে বক্তারা

বাঁশখালী প্রতিনিধি | শুক্রবার , ২৯ জুলাই, ২০২২ at ৫:৩৩ পূর্বাহ্ণ

বাঁশখালী পৌরসভা আওয়ামী লীগের সম্মেলন ও কর্মী সমাবেশ গতকাল বিকালে উপজেলা আওয়ামী লীগের নিজস্ব কার্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
বাঁশখালী পৌরসভা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক নীলকন্ঠ দাশের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বাঁশখালীর সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান চৌধুরী। সভার উদ্বোধক ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সিনিয়র সদস্য ছৈয়দুল মোস্তফা চৌধুরী রাজু। বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মো. খোরশেদ আলম, দপ্তর সম্পাদক আবু জাফর, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আবু ছৈয়দ। বাঁশখালী পৌরসভার মেয়র ও আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক এডভোকেট এসএম তোফাইল বিন হোছাইনের সঞ্চালনায় সভায় অতিথি ছিলেন এবং বক্তব্য রাখেন উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান রেহেনা আক্তার কাজমী, বাঁশখালী উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি অধ্যাপক তাজুল ইসলাম, রশিদ আহমদ চৌধুরী, আ.ন.ম শাহাদত আলম, মুজিবুল হক চৌধুরী, মোহাম্মদ ইয়াছিন সিকদার, আকতার হোসেন, মো. মনসুর আলী, মো. হামিদ উল্লাহ, মাওলানা আকতার হোছাইন, কাউন্সিলর রোজিয়া সুলতানা, বদিউল আলম, জাফর আহমদ, আবদুদ অদুদ লেদু, প্রনব কুমার দাশ, আজগর হোছাইন প্রমুখ।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি বলেন, আওয়ামী লীগ হচ্ছে এদেশের জনগণের ভাগ্য উন্নয়নের ও সাধারণ জনগণের দল। একজন শেখ হাসিনার হাতেই এদেশের সকল উন্নয়ন সকল জনগণ নিরাপদ। তিনি বলেন, দলে দুর্দিনে যারা পাশে থেকে দলকে সুসংগঠিত করার জন্য কাজ করে গেছেন আগামীতে যে কোনো কাজে তাদের মূল্যায়ন করা হবে। তিনি কর্মীদের সরকারের কর্মকাণ্ডগুলো সাধারণ জনগণের মাঝে তুলে ধরার আহ্বান জানান।

পূর্ববর্তী নিবন্ধআগামীকাল বিএনপির বিক্ষোভ সমাবেশ সফল করার আহ্বান
পরবর্তী নিবন্ধমীরসরাইয়ে পাঁচ সাংবাদিকের নামে মামলার প্রতিবাদে এমপিকে স্মারকলিপি