এডিস মশার বিস্তার রোধে চসিকের অভিযান-জরিমানা

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ২৯ জুলাই, ২০২২ at ৫:৩১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার নগরীতে মোবাইল কোর্ট পরিচালিত হয়। চসিক স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজন পরিচালিত অভিযানে নগরীর রহমান নগর ও হিলভিউ আবাসিক এলাকায় নির্মাণাধীন ভবনের নীচ তলায় এডিস মশার বংশ বিস্তারে জমাটবদ্ধ পানির উৎস পাওয়ায় ভবনের ৪ মালিকের বিরুদ্ধে মামলা রুজু পূর্বক ১৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয় ও ভবনের নীচের জমাটবদ্ধ পানি ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতিতে নিষ্কাশনের ব্যবস্থা করা হয়।
ভবিষ্যতে পানি জমা হলে তা দ্রুত নিষ্কাশনের ব্যবস্থা নেওয়ার জন্য ভবন মালিকদের নির্দেশনা প্রদান করা হয়। একই সাথে বর্তমান বর্ষা মৌসুমে নির্মাণাধীন ভবনের নীচতলায়, ভবনের ছাদে বা ছাদ বাগানে যাতে পানি না জমে সে বিষয়ে সতর্ক থাকতে নগরবাসীর প্রতি বিশেষভাবে অনুরোধ জানানো হয়। অভিযানকালে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ম্যাজিস্ট্রেটকে সহায়তা প্রদান করেন।

পূর্ববর্তী নিবন্ধগাছবাড়িয়া সরকারি কলেজে মাস্টার্স কোর্স চালু করা হবে
পরবর্তী নিবন্ধপাঠানটুলী ওয়ার্ডে এডিস মশা নিয়ন্ত্রণে ক্রাশ প্রোগ্রাম শুরু