চট্টগ্রামে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বিজয় দিবস উদযাপনে বিশেষ অবদানের জন্য চট্টগ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে বেস্ট এনজিও সম্মাননা দেয়া হয়েছে ৪টি বেসরকারি সংস্থাকে। চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মুমিনুর রহমান গত ২৬ জুলাই জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এনজিও সমূহের প্রতিনিধিদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন। সম্মাননা ও সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানে সম্মাননা পাওয়া বেস্ট এনজিওসমূহ হলো, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, শামসুল হক ফাউন্ডেশন, দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে) ও প্রশিকা মানবিক উন্নয়ন সংস্থা।
চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক মুহাম্মদ মাহমুদ উল্লাহ মারুফ, চট্টগ্রাম এনজিও সেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হোসাইন মোহাম্মদ ও চট্টগ্রামে কর্মরত এনজিও প্রতিনিধিদের উপস্থিতিতে বেস্ট এনজিও সম্মাননা প্রাপ্ত সংস্থা ওয়ার্ল্ড ভিশনের পক্ষ থেকে শ্যামল ফ্রান্সিস রোজারিও, শামসুল হক ফাউন্ডেশনের পক্ষ থেকে ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দীন, দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্রের পক্ষ থেকে আরেফাতুল জান্নাত ও প্রশিকা মানব উন্নয়ন সংস্থার পক্ষ থেকে জেলা এনজিও সমন্বয়ক মোহাম্মদ আলী শিকদার সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট গ্রহণ করেন। প্রেস বিজ্ঞপ্তি।