ডলারের বাজার নিয়ন্ত্রণে অর্থমন্ত্রীকে চিঠি

চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ২৯ জুলাই, ২০২২ at ৪:৪৫ পূর্বাহ্ণ

ডলারের বিনিময় হারের ঊর্ধ্বগতি রোধ করার অনুরোধ জানিয়ে অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল বরারব চিঠি লিখেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি খলিলুর রহমান। গতকাল বৃহস্পতিবার পাঠানো সেই চিঠিতে ডলারের বাজার নিয়ন্ত্রণে ১০টি প্রস্তাবনা দিয়েছে সংগঠনটি।
চিঠিতে বলা হয়, ডলারের দাম এখানে যেভাবে বাড়ছে এতে শিল্পের কাঁচামাল, নিত্য প্রয়োজনীয় পণ্য, চিকিৎসা সামগ্রীর দাম বেড়ে যাবে। মুদ্রাস্ফীতি বাড়তে পারে। যা প্রতিরোধ করা জরুরি। প্রধানমন্ত্রীর দিবারাত্রির পরিশ্রমে বাংলাদেশে বহু অর্জনের মধ্যে এটা নিয়ন্ত্রণ করতে হবে। আমরা মনে করি ডলারের বাজার অস্থির করে হয়ত কিছু লোক ব্যবসা করছে। বাংলাদেশ ব্যাংক যে সব সার্কুলার দেয়, সেগুলো প্রতিপালন না হলে তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেয়া হবে সেখানে তা বলা থাকে না। বৈদেশিক মুদ্রা সংক্রান্ত কোনো বড় অভিযোগ হলে বিষয়টি শুধু সিআইডিতে পাঠানো হয়। তাই কোনো সার্কুলার প্রতিপালন না হলে তার অনুসন্ধান ও প্রতিটি অনিয়মের জন্য বাংলাদেশ ব্যাংক কর্তৃক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ প্রয়োজন। এ ব্যবস্থা না থাকায় সিডিউল ব্যাংকগুলিও বাংলাদেশ ব্যাংকের সার্কুলার না মেনে একেক দরে ডলার লেনদেন করছে বলে শোনা যাচ্ছে।
চিঠিতে আরো বলা হয়েছে, দেশে ডলার বাজার নিয়ন্ত্রণে চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বারের প্রস্তাবনাগুলো হলো- বাংলাদেশ ব্যাংকে সিআইডির সমন্বয়ে বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ সেল খোলা, একটি বৈদেশিক মুদ্রা বিষয়ক লেনদেন মনিটরিংয়ের অডিট টিম গঠন, সার্কুলার অমান্যে ডলার বিক্রেতা প্রতিষ্ঠানকে প্রতিটি কেইসে জরিমানা করা, দেশের প্রতিটি মানি এক্সচেঞ্জারদের দৈনন্দিন লেনদেন হিসাব গ্রহণ, বিক্রেতার কাছে ডলার ক্রয়কারীর এনআইডি কার্ডের কপিসহ ডলার ক্রয়ের উদ্দেশ্য লিখা ফরম ব্যবস্থা প্রণয়ন, বিধি বহির্ভূতভাবে কারও নিকট ডলার মজুদ পাওয়া গেলে তা বাজেয়াপ্ত করা, দর স্থির না হওয়া পর্যন্ত বিদেশে ডলার নিয়ে যাওযার পরিমাণ ২৫ শতাংশ কমিয়ে দেয়া, বিমান-জলপথ এবং সড়কপথে বিধিবহির্ভূতভাবে ডলার পাওয়া গেলে তা বাজেয়াপ্ত করা, শুধু সার্কুলার দেওয়া ছাড়াও বাংলাদেশ ব্যাংকে মনিটরিং বিষয়ে সক্রিয় করা এবং প্রতিটি ব্যাংকের বৈদেশিক মুদ্রা শাখায় বাংলাদেশ ব্যাংকের ১ জন কর্মকর্তা নিয়োগ করে দৈনিক তথ্য নেয়া।

পূর্ববর্তী নিবন্ধমিনি ট্রাক, চাঁদের গাড়ি ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষ, আহত ২
পরবর্তী নিবন্ধমানবতাবিরোধী অপরাধ মামলায় ৬ আসামির মৃত্যুদণ্ড