কাপ্তাইয়ে বন্দুকযুদ্ধে নিহত ১

| শুক্রবার , ২৯ জুলাই, ২০২২ at ৪:৩১ পূর্বাহ্ণ

রাঙামাটির কাপ্তাই উপজেলার রিজার্ভমুখ এলাকায় ‘বন্দুকযুদ্ধে’র পর একজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার বিকালের পর কাপ্তাই রিজার্ভমুখ এলাকায় এ ঘটনা ঘটে বলে কাপ্তাই থানার ওসি মো. জসিমউদ্দিন জানিয়েছেন। নিহত নিখিল দাশ রিজার্ভমুখ এলাকার মৃদুল দাশের ছেলে। খবর বিডিনিউজের।
তিনি সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির ‘সহযোগী’ বলে পুলিশ জানালেও ওই সংগঠনের কোনো ভাষ্য পাওয়া যায়নি। কাপ্তাই থানার ওসি মো. জসিমউদ্দিন বলেন, বৃহস্পতিবার বিকালের পর কাপ্তাই রিজার্ভমুখ এলাকায় টহলরত নিরাপত্তা বাহিনীর সদস্যদের উপর হামলা চালায় সশস্ত্র সন্ত্রাসীরা। এ সময় নিরাপত্তাবাহিনীও পাল্টা গুলি চালালে ব্যাপক গুলি বিনিময়ের ঘটনা ঘটে। পরে সন্ত্রাসীরা পালিয়ে গেলে ঘটনাস্থলে একজনের মৃতদেহ পাওয়া যায়। লাশ উদ্ধার করে কাপ্তাই থানায় আনা হয়েছে। ওসি জসিমউদ্দিন বলেন, নিখিল দাশ জনসংহতি সমিতির সহযোগী হিসেবে কাজ করত বলে জেনেছি।
চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়েশ্লিমং চৌধুরী বলেন, ওই এলাকা থেকে প্রচুর গুলির শব্দ শোনার কথা জানিয়েছিলেন স্থানীয়রা। পরে জেনেছি একজন মারা গেছে। এর বেশি কিছু জানি না। এই বিষয়ে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কারো সঙ্গে যোগাযোগ কিংবা কারো ভাষ্য পাওয়া যায়নি।

পূর্ববর্তী নিবন্ধচকরিয়া-মহেশখালী সড়ক অবরোধ
পরবর্তী নিবন্ধটানা পতন, ফ্লোরপ্রাইস ফিরল পুঁজিবাজারে