চট্টগ্রামের ছেলে জিকুর ‘মেঘলা আকাশ’

আজাদী ডেস্ক | বৃহস্পতিবার , ২৮ জুলাই, ২০২২ at ৬:১৬ পূর্বাহ্ণ

যৌতুকের কারণে সেদিন মেঘলার বিয়ে ভেঙে যায়। আর রিমি তৎক্ষণাৎ আকাশের সাথে মেঘলার বিয়ে দিয়ে মেঘলাকে ঘরে নিয়ে আসে। মেঘলাকে আকাশের পরিবারের সবাই মেনে নিলেও আকাশ মানতে পারছে না। আকাশের দাবি, ভাবীর মান-সম্মান রক্ষা করতে গিয়ে সে মেঘলাকে বিয়ে করেছে। পরিবারের সবাই তাকে বোঝানোর অনেক চেষ্টা করে। তারপরও আকাশ বুঝতে চায় না। সে সিদ্ধান্ত নেয় আবার অস্ট্রেলিয়ায় চলে যাবে।
এভাবেই এগোতে থাকে গল্প। এমনই গল্প নিয়ে চট্টগ্রামের ছেলে তরুণ পরিচালক জিকু চৌধুরীর পরিচালনায় নির্মিত হয়েছে ‘মেঘলা আকাশ’ নাটকটি। আগামীকাল শুক্রবার রাত সাড়ে ৯টায় এনটিভিতে প্রচারিত হবে নাটকটি।
নাটকটি রচনাও করেছেন জিকু চৌধুরী। প্রযোজনা করেছেন ইকন বাবু। অভিনেতা আবদুন নূর সজল ছাড়াও নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নিশাত প্রিয়ম, হান্নান শেলী, রেশমি, কেয়া মনি, রিপন গাজী ও নুসরাত লাবণ্য।

পূর্ববর্তী নিবন্ধশাকিব ও সাকিব
পরবর্তী নিবন্ধএকক পৃথিবী