সা‌জে‌কে গা‌ড়ি উ‌ল্টে আহত ৯

রাঙামাটি প্রতিনিধি | বুধবার , ২৭ জুলাই, ২০২২ at ৯:২৩ অপরাহ্ণ

পার্বত্য জেলা রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক বাঘাইহাট সড়কের নন্দারাম ৬ নম্বর এলাকায় চাঁদের গাড়ি উল্টে ৯ জন আহত হয়েছে।

আজ বুধবার সকা‌ল ৮টার দি‌কে এ দুর্ঘটনা ঘ‌টে। সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) নুরুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে‌ছেন।

জানা গে‌ছে, সকালে মাচালং এলাকা থেকে এক‌টি চাঁ‌দের গা‌ড়ি যাত্রী নিয়ে বাঘাইহাট বাজারে যাচ্ছিল। প‌থিম‌ধ্যে ব্রেকে সমস্যার কারণে গাড়িটি সড়কের উপর উল্টে যায়। এ‌তে নয়জন যাত্রী আহত হয়। আহতদের সবাই স্থানীয় বাসিন্দা।

তাদের মধ্যে র‌বি চাকমা ও সা‌মি উ‌দ্দিন না‌মে দুইজনের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।

স্থানীয়রা তাদের উদ্ধার করে দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠি‌য়ে‌ছে।

পূর্ববর্তী নিবন্ধডলারের দাম কমেছে
পরবর্তী নিবন্ধসাতকানিয়ায় লাইসেন্সবিহীন ৫ করাতকল সিলগালা