চন্দনাইশ থানার পুলিশ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পরোয়ানাভুক্ত আসামিসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে। গোপন সংবাদের ভিত্তিতে আজ বুধবার(২৭ জুলাই) ভোররাতে পুলিশ পৃথক পৃথক এ অভিযান চালায়।
পুলিশ জানায়, আজ বুধবার ভোররাতে পুলিশ দল উপজেলার দোহাজারী পৌরসভা, চন্দনাইশ চৌধুরীপাড়া এবং কক্সবাজার জেলার টেকনাফ উপজেলায় অভিযান চালিয়ে পরোয়ানাভুক্ত আসামি সহ ৫ জনকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলো দোহাজারী ডাক বাংলো বার্মা কলোনি এলাকার মৃত লোকমান হাকিমের পুত্র জিআর পরোয়ানাভুক্ত আসামি মো. আব্দুল হাকিম প্রকাশ লেদু মাইকেল(৩৭), চন্দনাইশ চৌধুরীপাড়া সিকদার বাড়ি এলাকার মৃত আবদুস সালামের পুত্র মো. সাখাওয়াত হোসেন বাচা প্রকাশ শওকত(৩০), সাতকানিয়ার কালিয়াইশ ইউনিয়নের পশ্চিম কাটগড় এলাকার সাবের আহমদের পুত্র পুলিশ আইনের ৩৪ ধারার আসামি মো. হাসান(২৮), একই এলাকার মৃত মো. বাহাদুর মিয়ার পুত্র মো. এনামুল হক প্রকাশ এনাম(২৮), কক্সবাজার জেলার টেকনাফ থানা(বর্তমান পশ্চিম কাটগড় সাঙ্গু কলোনি)’র মৃত নবী হোসেনের পুত্র সৈয়দ হোসেন(২৫)।
চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. আনোয়ার হোসেন জানান, গ্রেপ্তারকৃত ৫ আসামিকে আজই আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।