বৈশ্বিক সংকটের প্রেক্ষাপটে দেশের ব্যাংকগুলোকে তাদের জ্বালানি খরচ অন্তত ২০ শতাংশ এবং বিদ্যুৎ খরচ ২৫ শতাংশ কমিয়ে আনার নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। খবর বিডিনিউজের।
গতকাল ব্যাংকগুলোতে পাঠানো এক পরিপত্রে বাংলাদেশ ব্যাংক বলছে, আগামী এক বছরে পেট্রোল, ডিজেল, অকটেন, গ্যাস, লুব্রিকেন্ট বাবদ বরাদ্দ করা অর্থের ২০ শতাংশ খরচ কমাতে হবে। একইভাবে বিদ্যুৎ খাতের খরচও আগামী এক বছরের মধ্যে আনুপাতিক হারে ২৫ শতাংশ কমিয়ে আনতে বলেছে বাংলাদেশ ব্যাংক।
জ্বালানি ও বিদ্যুৎ খরচ কমিয়ে ব্যাংকগুলো যে অর্থ সাশ্রয় করবে, তা অন্য কোনো খাতে ব্যবহার করা যাবে না বলে সাফ জানিয়ে দেওয়া হয়েছে নির্দেশনায়। খরচ কমিয়ে আনার বিষয়ে প্রমাণপত্র সংশ্লিষ্ট ব্যাংকের প্রধান কার্যালয়ে সংরক্ষণ করতে হবে জানিয়ে পরিপত্রে বলা হয়েছে, কেন্দ্রীয় ব্যাংকের পরিদর্শন টিমকে তা দেখাতে হবে। তাছাড়া বিদ্যুৎ ও জ্বালানি খাতে খরচ হওয়া অর্থের বিবরণী যাতে বার্ষিক আর্থিক প্রতিবেদনে প্রতিফলিত হয়, তাও নিশ্চিত করতে বলেছে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংক নিজেদের ক্ষেত্রেও জ্বালানি ও বিদ্যুৎ খরচ একই হারে কমিয়ে আনার নির্দেশনা দিয়েছে আভ্যন্তরীণ এক সার্কুলারে।