রাউজানের চিকদাইর থেকে নজরুল ইসলাম ওরফে কালন ও উরকিরচর থেকে মো. আবুল কালাম ওরফে আবু নামে দুই ব্যক্তিকে আটক করেছে র্যাব। গত সোমবার সন্ধ্যায় উপজেলার চিকদাইর ইউনিয়নের দক্ষিণ সর্ত্তা এলাকা ও উরকিরচর ইউনিয়নের মিয়ারঘাটা এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক আসামি কালন রাউজানের ওমান প্রবাসী ফখরুল ইসলাম হত্যা মামলার পরোয়ানাভূক্ত পলাতক আসামি। অপর আসামি আবু উরকিরচর মিয়ারঘাটা এলাকার নুরুল আলম হত্যা মামলার পলাতক আসামি। র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার জানিয়েছেন, ২০১৮ সালের ১৮ অক্টোবর ফখরুলের সাবেক স্ত্রী উম্মে হাবিবা ও শাশুড়ি রাশেদা আক্তারের সহযোগিতায় আসামি কালন প্রবাসী ফখরুলকে জবাই করে হত্যার করে। সে এতদিন পলাতক ছিল। খুনের শিকার ফখরুল ইসলাম রাউজান পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের গহিরা মোবারকখিল এলাকার হালদার খান চৌধুরী বাড়ির তাজুল ইসলামের ছেলে। অপরদিকে উরকিরচর ইউনিয়নের মিয়ারঘাটা থেকে আটক মো. আবুল কালাম ওরফে আবু ২০১৯ সালের ৫ জানুয়ারি পূর্ব পরিকল্পনা অনুসারে হারপাড়া গ্রামের নুরুল আলমের উপর হামলা এবং এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। পরে তাকে অপহরণ করে নিয়ে হত্যার পর লাশ গুম করে। পরদিন ৬ জানুয়ারি হাটহাজারী থানার চন্দ্রাবিল এলাকা থেকে নুরুল অলমের লাশ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় নিহত নুরুল আলমের স্ত্রী ১৪ জনের নাম উল্লেখসহ ৫ থেকে ৬ জনকে অজ্ঞাতনামা আসামি করে রাউজান থানায় একটি হত্যা মামলা দায়ের করেছিলেন। ওই মামলার মো. আবুল কালাম এ মামলায় দুই নম্বর আসামি। সে হারপাড়া এলাকার নুরুল আলমের ছেলে।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন বলেন, দুই হত্যা মামলার পলাতক আসামিকে র্যাব গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করার পর আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।