কনসার্টে প্রবেশের সময় পদদলিত হয়ে আহত ৩

পলোগ্রাউন্ড মাঠ

আজাদী প্রতিবেদন | বুধবার , ২৭ জুলাই, ২০২২ at ৩:২৪ পূর্বাহ্ণ

নগরের পলোগ্রাউন্ড মাঠে ‘ফুডপান্ডা’ আয়োজিত কনসার্টে প্রবেশের সময় পদদলিত হয়ে তিনজন আহত হয়েছেন। এছাড়া দর্শকদের সামলাতে গিয়ে আহত হন এক পুলিশ সদস্যও। গতকাল মঙ্গলবার বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে।
আহত পুলিশ সদস্য হচ্ছেন এএসআই এবি নাছির। বাকি তিনজন হচ্ছেন মাসুদ হাসান (২২), মারুফ (১৮) ও কাদের (২০)। ফায়ার সার্ভিস আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। জানা গেছে, সিক্সবেজ কমিউনিকেশনের উদ্যোগে অনলাইনে খাবার অর্ডার করার অ্যাপসভিত্তিক কোম্পানি ফুডপান্ডা কনসার্টটির আয়োজন করে। জেমসের নগর বাউল ছাড়াও ব্যান্ডদল অ্যাশেজ, আর্টসেল ও শিরোনামহীন পারফর্ম করে কনসার্টে। ‘গেট সেট রক’ নামে একটি ফেসবুক পেইজ থেকে কনসার্টের প্রচারণা চালানো হয়। টিকেটের দাম রাখা হয় ৩৫০ টাকা। বিকেল ৩টা থেকে কনসার্টে ভিড় বাড়তে থাকে।
এদিকে ৫টার দিকে কনসার্টে ঢোকার সময় হুড়োহুড়ি লেগে যায়। এক পর্যায়ে ধাক্কাধাক্কিতে কয়েকজন পড়ে যায়। এ সময় পদদলিত হন তিনজন। এর কিছুক্ষণ পর উৎসুক জনতা কনসার্টে মঞ্চের সামনের বাঁশের ব্যারিকেড ভেঙে ভিতরে ঢুকে যায়। এ সময় দায়িত্ব পালন করতে করার সময় মঞ্চের সামনে থাকা এএসআই নাছির আহত হন। তিনি নাকে আঘাত পান।
আরিফ নামে এক স্বেচ্ছাসেবক সাংবাদিকদের বলেন, আহত তিনজনের সবাই প্রবেশের চেষ্টা করছিল। লাইনে অতিরিক্ত চাপ থাকায় মাটিতে পড়ে যান। এ সময় তারা পদদলিত হন।
পাঁচলাইশ থানার পরিদর্শক তদন্ত সাদিকুর রহমান বলেন, কনসার্টের হুড়োহুড়িতে পদদলিত হয়ে তিনজন আহত হয়েছেন। তাদের চট্টগ্রাম মেডিকেলের ২৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
আগ্রাবাদ ফায়ার সার্ভিসের কর্মকর্তা কফিল উদ্দিন বলেন, আহতদের মধ্যে একজনকে ফায়ার সার্ভিসের গাড়িতে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বাকি দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসম্প্রসারণ হচ্ছে শিশু আইসিইউ
পরবর্তী নিবন্ধখোলা বাজারে ডলার বিক্রি হল ১১১ টাকায়