স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা

আজাদী অনলাইন | মঙ্গলবার , ২৬ জুলাই, ২০২২ at ১০:০০ পূর্বাহ্ণ

২৭ জুলাই বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নগরীর আগ্রাবাদ কনভেনশন হলে সোমবার এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি দেবাশীষ নাথ দেবুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজের পরিচালনায় বক্তব্য রাখেন সহ সভাপতি এড. মো. তসলিম উদ্দীন, সুজিত দাশ, দেলোয়ার হোসেন ফরহাদ, মনোয়ার জাহান মনি, নাজমুল হুদু শিপন, আজিজ মিছির, আজাদ খান অভি, আবদুর রশিদ লোকমান, মিনহাজুল আবেদীন সায়েম, যুগ্ম সম্পাদক মো. সাইফুদ্দিন, আবদুল্লাহ আল মামুন, সরফরাজ নেওয়াজ রবিন, মাসুদ খান, দেবাশীষ আচার্য্য, তোসাদ্দেক নুর চৌধুরী তপুসহ নেতৃবৃন্দ।

সভায় ওইদিন নগরীর সিআরবি শিরিষ তলায় সকাল ৯ টায় জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত ও দলীয় সংগীত, বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন, র্যালি, আলোচনা সভা, মাসব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্প ও প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন উপলক্ষে কেক কাটা, ফানুস ও সাংস্কৃতিক অনুষ্ঠান পালন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

অনুষ্ঠানে প্রত্যেক থানা ও ওয়ার্ড থেকে মিছিল সহকারে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়।

পূর্ববর্তী নিবন্ধসূফী মিজানুর রহমানের সাথে হিজরি নববর্ষ উদ্‌যাপন পরিষদের মতবিনিময়
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে ২৪ ঘণ্টায় করোনায় নতুন শনাক্ত ২০