তৈরি পোশাক শিল্পে শান্তি শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস

সিএমপির নতুন কমিশনারের সাথে বিজিএমইএ নেতৃবৃন্দের সাক্ষাৎ

| মঙ্গলবার , ২৬ জুলাই, ২০২২ at ৫:০৩ পূর্বাহ্ণ

বিজিএমইএর প্রথম সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলামের নেতৃত্বে বিজিএমইএ নেতৃবৃন্দ গতকাল সোমবার সিএমপির নবনিযুক্ত কমিশনার কৃষ্ণ পদ রায়ের সাথে দামপাড়া পুলিশ লাইনস্থ পুলিশ কমিশনার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে বিজিএমইএর সহ-সভাপতি রাকিবুল আলম চৌধুরী, পরিচালক মোহাম্মদ আবদুস সালাম, এ এম শফিউল করিম খোকন, মো. হাসান জ্যাকি, এম এহসানুল হক এবং প্রাক্তন পরিচালক ও আইন শৃঙ্খলা বিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যান হেলাল উদ্দিন চৌধুরী ও সিএমপির সদ্য বদলীকৃত অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) ও উপ-পুলিশ কমিশনার (সদর) উপস্থিত ছিলেন।
বিজিএমইএর প্রথম সহ-সভাপতি নবাগত পুলিশ কমিশনারকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করেন। চট্টগ্রামের গার্মেন্ট শিল্প সেক্টরসহ সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষায় বিজিএমইএর প্রতি সহযোগিতা অব্যাহত রাখার ব্যাপারে পুলিশ কমিশনার বিজিএমইএ নেতৃবৃন্দকে আশ্বাস প্রদান করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধডিবিএল সিরামিকসের এক্সক্লুসিভ ডিসপ্ল্লে সেন্টার এখন চট্টগ্রামে
পরবর্তী নিবন্ধনেতৃত্ব তৈরির সূতিকাগার রোটারি-রোটারেক্ট অঙ্গন