বিচারহীনতার সংস্কৃতির কারণে অপরাধ বাড়ছে

ইসলামী ফ্রন্ট পটিয়া পূর্ব পরিষদের সভায় বক্তারা

| মঙ্গলবার , ২৬ জুলাই, ২০২২ at ৫:০১ পূর্বাহ্ণ

বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, যুবসেনা ও ছাত্রসেনা পটিয়া উপজেলা পূর্ব পরিষদের বর্ধিত সভা গত ২৩ জুলাই দলীয় কার্যালয়ে সংগঠনের সভাপতি সৈয়দ এয়ার মুহাম্মদ পেয়ারুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সাধারণ সম্পাদক ইউসুফ জিলানীর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন ইসলামী ফ্রন্ট দক্ষিণ জেলার যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ আলী হোসাইন। প্রধান বক্তা ছিলেন যুবসেনার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সৈয়দ মুহাম্মদ আবু আজম। বক্তব্য রাখেন আব্দুল্লাহ আল জাবের, কাজী আব্দুল জলিল, নূরের রহমান রণি। বক্তারা বলেন, দেশে খুন, ধর্ষণসহ অহরহ অপরাধ সংঘটিত হচ্ছে। যা দিনদিন বাড়ছে। খুনী আর ধর্ষকরা গ্রেপ্তার হচ্ছে ঠিকই, আবার দিনের আলোতে জামিনে বেরও হচ্ছে। বিচার হচ্ছে না খুনের, ধর্ষণের। বিচারহীনতার সংস্কৃতির কারণে অপরাধ বাড়ছে।
এ সময় উপস্থিত ছিলেন নজির আহমদ, মাস্টার আলী খাঁন, কাজী মুহাম্মদ ইলিয়াস, আবুল কালাম লিটন, মুহাম্মদ মহিউদ্দিন, শাহাদাত হোসেন, নাঈম উদ্দিন আলমদার, কাজী মুহাম্মদ ইকবাল, রবিউল ইসলাম আরমান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধছাত্র সমাজের নৈতিক অবক্ষয় রোধে ধর্মীয় শিক্ষার বিকল্প নেই
পরবর্তী নিবন্ধযুবকদের উদ্যোক্তা হয়ে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে