জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে অংশ নিতে আজ রওয়ানা হচ্ছে বাংলাদেশ দল। তবে তার আগে গতরাতে গেছেন তিন ক্রিকেটার সহ পাঁচজন। ফ্লাইট জটিলতার কারণে ওয়েস্ট ইন্ডিজ থেকে এক সাথে দেশে পারতে পারেনি ক্রিকেটাররা। তাই ভাগে ভাগে দেশে ফিরে চারদিন পুরো বিশ্রামও মেলেনি ক্রিকেটারদের। কারও কারও তিনদিন বাসায় কাটিয়েই আবার উড়াল দিতে হচ্ছে জিম্বাবুয়ের উদ্দেশ্যে। এরই মধ্যে মোসাদ্দেক হোসেন সৈকত, হাসান মাহমুদ ও মুনিম শাহরিয়ার গতকাল সোমবার মধ্যরাতে জিম্বাবুয়ের রাজধানী হারারের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন। সোমবার রাত ১টা ৪০ মিনিটে রওয়ানা হয়েছেন তারা। তবে বড় বহর জিম্বাবুয়ের উদ্দেশ্যে রওয়ানা হবে আজ ।
আজ মঙ্গলবার রাত ১টা ৪০ মিনিটে জিম্বাবুয়ের উদ্দেশে যাত্রা করবে টি-টোয়েন্টি দলের মূল বহর। গতকাল তিন ক্রিকেটারের সাথে জিম্বাবুয়ে রওয়ানা হয়েছেন টিম ম্যানেজার নাফিস ইকবাল এবং ফিজিও। মোট পাঁচ জনের দল গতরাতে রওয়ানা হয়েছেন। তবে ওয়ানডে দলের বাকি সদস্যরা যাবে আরো পরে। যেহেতু ওয়ানডে সিরিজ পরে। ওয়ানডে দলের বাকি সদস্যদের মধ্যে রয়েছেন অধিনায়ক তামিম ইকবাল, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম। বাকিরাতো টি-টোয়েন্টি দলে রয়েছেই। উল্লেখ্য আগামী ৩০ জুলাই জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি টাইগারদের। ৩১ জুলাই দ্বিতীয় ও ২ আগস্ট তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে। সবকটি ম্যাচই অনুষ্ঠিত হবে হারারে স্পোর্টস গ্রাউন্ড মাঠে। এরপর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে আগামী ৫ আগস্ট। ৭ ও ১০ আগস্ট পরের দুই ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ এবং জিম্বাবুয়ে।