ওভারটেক করতে গিয়ে সংঘর্ষ, একজনের মৃত্যু

ওভারটেক করতে গিয়ে সংঘর্ষ, একজনের মৃত্যু

খাগড়াছড়ি প্রতিনিধি | মঙ্গলবার , ২৬ জুলাই, ২০২২ at ৩:৫৮ পূর্বাহ্ণ

খাগড়াছড়িতে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে জহিরুল ইসলাম (৪০) নামে একজনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়ছেন আরও ৭ জন যাত্রী। গতকাল সোমবার বিকালে খাগড়াছড়ি জেলা সদরের জিরো মাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জহিরুল শ্যামলী পরিবহনের সুপারভাইজার। তিনি জয়পুরহাট জেলার দুমুরহাট উপজেলার বেলাল হোসেনের ছেলে।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিকাল ৪ টার দিকে জিরো মাইল এলাকায় ঢাকা থেকে আসা শ্যামলী পরিবহনের একটি বাস অপর একটি বাসকে ওভারটেক করতে গিয়ে বিপরীত থেকে আসা চট্টগ্রামগামী একটি বাসের সাথে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে শ্যামলী পরিবহনের সুপারভাইজার জহিরুল ইসলাম মারা যান। আহত হয় উভয় পরিবহনের ৭ যাত্রী। তিনি বলেন, দুর্ঘটনার পর শ্যামলী পরিবহনের চালক পালিয়ে গেছে। পুলিশ বাস দুটিকে আটক করেছে।

পূর্ববর্তী নিবন্ধবন্ধুর ঘর ভাঙলেন মাস্ক?
পরবর্তী নিবন্ধদেশে পানিতে ডুবে বছরে ১৪ হাজার শিশুর মৃত্যু