বিভিন্ন স্থানে পোনা মাছ অবমুক্ত ও জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন

আজাদী ডেস্ক | সোমবার , ২৫ জুলাই, ২০২২ at ৫:৩১ পূর্বাহ্ণ

সপ্তাহব্যাপী জাতীয় মৎস্য সপ্তাহ গত শনিবার থেকে শুরু হয়েছে। এই মৎস্য সপ্তাহ চলবে আগামী ২৯ জুলাই পর্যন্ত। শনিবারের মতো গতকাল রোববারও দেশের বিভিন্ন স্থানে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন করা হয়েছে।
সীতাকুণ্ড : সীতাকুণ্ড প্রতিনিধি জানান, ‘নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে সীতাকুণ্ডে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন করা হয়েছে। গতকাল রবিবার উপজেলা পরিষদের মিলনায়তনে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. কামাল উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. শাহাদাত হোসেন। কাজী ছাব্বির আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুর উদ্দিন, উপজেলা প্রকৌশলী মো. গোলাম মোস্তফা, উপজেলা কৃষি কর্মকর্তা হাবিব উল্লাহ, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ নুরুচ্ছোফা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শাহ আলম, বাংলাদেশ কোস্ট গার্ডের কন্টিনজেন্ট কমান্ডার মো. মোকলেছুর রহমান, ইপসার প্রজেক্ট ম্যানেজার মো. মহসিন মিয়া। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রফিক, লিটন দাস এবং মো. মাসুদ।
আনোয়ারা : আনোয়ারা প্রতিনিধি জানান, গতকাল আনোয়ারা উপজেলা পরিষদ হলরুমে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা, র‌্যালি, পোনা অবমুক্তকরণ ও মৎস্য পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। আনোয়ারা উপজেলা মৎস্য অফিসারের কার্যালয় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. রাশিদুল হক। উপজেলা মেরিন ফিসারিজ কর্মকর্তা মো. হুজ্জাতুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আনোয়ারা উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জোবায়ের আহমেদ। বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা রমজান আলী, আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মির্জা মো. হাসান, আনোয়ার হোসেন কন্ট্রাক্টর। উপস্থিত ছিলেন আনোয়ারা প্রেস ক্লাবের সভাপতি এম. নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক সুমন শাহ, মৎস্য কর্মকর্তা জাহেদ আহমেদ ও মো.এনাম।
হাটহাজারী : হাটহাজারী প্রতিনিধি জানান, ‘নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় হাটহাজারীতে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত হয়েছে। গতকাল রবিবার উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদের পুকুরে পোনা অবমুক্ত, র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী সভার আয়োজন করা হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে পুরষ্কার বিতরণ ও আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার শাহিদুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম রাশেদুল আলম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সিনিয়ার উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) পীযূষ প্রভাকর। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল আলম বাসেক, উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন সিকদার, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো. নাভিল ফারাবী।
চন্দনাইশ : চন্দনাইশ প্রতিনিধি জানান, ‘নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ স্লোগান নিয়ে চন্দনাইশে সপ্তাহব্যাপী শুরু হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ। এ উপলক্ষে গতকাল বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন। এরপর উপজেলা ভিডিও কনফারেন্স রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরীন আক্তারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে স্বাগত বক্তব্য দেন মৎস্য কর্মকর্তা মো. হাসান আহসানুল কবির। ইউআরসি ইন্সট্রাক্টর আক্তার সানজিদা পপির সঞ্চালনায় আলোচনায় অংশ নেন উপজেলা ভাইস-চেয়ারম্যান মাও. সোলাইমান ফারুকী, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা রুমা ভট্টাচার্য্য, কৃষিবিদ স্মৃতি রানী সরকার, প্রাণী সম্পদ কর্মকর্তা রুপেন চাকমা, আ.ন.ম সালেহ উদ্দিন, মাস্টার আহসান ফারুক প্রমুখ।
রাউজান : রাউজান প্রতিনিধি জানান, রাউজানে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ উদ্বোধন করা হয়েছে। গতকাল সকালে উপজেলা মৎস্য বিভাগ সপ্তাহব্যাপী এই কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এহেছানুল হায়দার চৌধুরী বাবুল, পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুস সামাদ সিকদার। পিংক সিটির পুকুরে মাছের পোনা অবমুক্ত করার মাধ্যমে। এরপর অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য র‌্যালী, আলোচনা সভা। আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা পীষুষ প্রভাকর, চেয়ারম্যান সাহাবুদ্দিন আরিফ।
বাঁশখালী : বাঁশখালী প্রতিনিধি জানান, জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বাঁশখালীতে র‌্যালি, আলোচনা সভা ও পোনা অবমুক্ত করা হয়। রবিবার সকালে বাঁশখালী উপজেলা পরিষদের সামনে র‌্যালি, উপজেলা পরিষদ পুকুরে পোনা অবমুক্তকরণ করার পর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাঁশখালী অফিসার্স ক্লাব হলেরুমে বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আবু সালেক, কাজী ফাহাদ বিন মাহমুদ, এনামুল করিম, অধ্যাপক তাজুল ইসলাম, জিল্লুল করিম শরীফি, হামিদ উল্লাহ, মাওলানা আকতার হোছাইন প্রমুখ। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা উম্মুল ফারাহ তাজকিরার স্বাগত বক্তব্য ও মেরিন ফিশারিজ অফিসার উপস্থাপনায় সাইফুল ইসলাম সভায় বক্তারা বলেন, দেশে বর্তমানে মাছের উৎপাদন যে হারে বৃদ্ধি পেয়েছে সে ধারা অব্যাহত রাখতে হবে।
পতেঙ্গা জেলেপাড়া মৎসজীবী সমবায় সমিতি : উত্তর পতেঙ্গা জেলেপাড়া মৎসজীবী সমবায় সমিতির উদ্যোগে গতকার সকাল সাড়ে ১১টায় উত্তর পতেঙ্গা কাটগড় জেলেপাড়া মহাবারুণী ও গঙ্গাস্নান ঘাটে জাতীয় মৎস সপ্তাহ ২০২২ কর্মসূচি পালন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, উত্তর পতেঙ্গা জেলেপাড়া মৎসজীবী সমবায় সমিতির সভাপতি সোনাবাবু জলদাস, সহ-সভাপতি কাঞ্চন জলদাস, সাধারণ সম্পাদক শ্যামল জলদাস, অর্থ সম্পাদক রানা জলদাস, প্রচার সম্পাদক বাপ্পি জলদাস, সিনিয়র সদস্য পান্না জলদাস, সদস্য রিকু জলদাস, রুবেল জলদাস, সুব্রত জলদাস, সুজন জলদাস প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধনতুন স্বপ্ন দুয়ার : বঙ্গবন্ধু টানেল
পরবর্তী নিবন্ধতুষারধসের মুখোমুখি