নগরীর চান্দগাঁও থানার তালিকাভুক্ত সন্ত্রাসী মো. নাছির প্রকাশ ধামা নাছিরকে গ্রেপ্তার করেছে চান্দগাঁও থানা পুলিশ। শনিবার দিবাগত রাতে বহদ্দারবাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গত ২২ জুলাই সকালে এক ব্যক্তিকে অস্ত্র ঠেকিয়ে তিনটি মোবাইল ফোন ও নগদ ৩০ হাজার ৬শ টাকা ছিনতাই করে পালিয়ে যায় একদল ছিনতাইকারী। এ ঘটনায় বাবুল মিয়া বাদী হয়ে চান্দগাঁও থানায় মামলা দায়েরের পর পুলিশ বিশেষ অভিযান চালিয়ে নাছিরকে আটক করে।
পুলিশ জানায়, আটক নাছির চান্দগাঁও থানাধীন কসাই পাড়ার মৃত আব্দুল হালিমের ছেলে। সে পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী এবং দুর্র্ধর্ষ ছিনতাইকারী। তার বিরুদ্ধে অনেক মামলা রয়েছে। এ ঘটনায় অন্য আসামিদের আটক ও ছিনতাই করা মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।












