বান্দরবানে পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের অফিস পরিদর্শন এবং পার্বত্য নাগরিক পরিষদের নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন কমিশনের চেয়ারম্যান। গতকাল রোববার সকালে পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের চেয়ারম্যান সাবেক বিচারপতি মোহাম্মদ আনোয়ারুল হক বান্দরবান পার্বত্য জেলা পরিষদস্থ ভূমি কমিশনের অফিস পরিদর্শন করেছেন। এ সময় পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাত করে ভূমি কমিশন আইন সংশোধনসহ বিভিন্ন দাবিতে কমিশনের চেয়ারম্যানকে স্মারকলিপি দিয়েছেন। বিভিন্ন বিষয়ে চেয়ারম্যানের সাথে আলোচনা করেন নেতৃবৃন্দ।
এ সময় অন্যদের মধ্যে পার্বত্য চট্টগ্রাম ভূমি কমিশনের সচিব নাজিম উদ্দিন, কমিশনের রেজিস্ট্রার শেখ বদিউল আলম, পার্বত্য জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা আব্দুল আল মামুন, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের চেয়ারম্যান কাজী মো: মজিবর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে পার্বত্য চট্টগ্রাম ভূমি নিস্পত্তি কমিশনের চেয়ারম্যান সাবেক বিচারপতি মোহাম্মদ আনোয়ারুল হক বলেন, পার্বত্য চট্টগ্রামের সকলকে বাংলাদেশের নাগরিক হিসাবে দেখে আইনগত ভাবে যা করণীয় সব করবো। পাহাড়ের ভূমি সমস্যা নিরসনে আইন এবং হাতের নাগালের মধ্যে যতটুকু করা প্রয়োজন তার সবটুকুই করা হবে। দীর্ঘদিন করোনা পরিস্থিতির কারণে আমরা কিছুটা পেছনে পড়ে গিয়েছিলাম। এখন পরিস্থিতি ভালো হয়েছে। কমিশনের কাজে অগ্রসর হবে। পরবর্তী পদক্ষেপের জন্য কমিশন সংশ্লিষ্ট সবার সঙ্গে আলাপ আলোচনা করবে বলে জানান তিনি।