চবির নির্মাণাধীন হলে চুরি

নিয়ে গেছে ১০ লাখ টাকার মালামাল

চবি প্রতিনিধি | সোমবার , ২৫ জুলাই, ২০২২ at ৪:০২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নির্মাণাধীন অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান হলে চুরির ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটলেও কোনো ধরনের তদন্ত কমিটি গঠন করেনি কর্তৃপক্ষ। জানা যায়, বৃহস্পতিবার অতীশ দীপঙ্কর হলের সিলিং থেকে ফ্যান খুলে নিয়ে যায় দুর্বৃত্তরা। এছাড়া বিভিন্ন ধরনের ইলেক্ট্রিক সরঞ্জামাদি ও থাই এ্যালুমিনিয়ামের জানালা চুরি করে তারা। যার আনুমানিক মূল্য প্রায় ১০ লাখ টাকা।
গতকাল রোববার হলটির প্রভোস্ট প্রফেসর ড. কুন্তল বড়ুয়া বলেন, চুরির ব্যাপারে অবগত আছি। হলটি পরিদর্শন করেছি। কিছু সিলিং ফ্যান, ইলেকক্ট্রিক সরঞ্জামাদি ও থাই এ্যালুমিনিয়ামের জানালা চুরি হয়েছে। আমি দেশের বাইরে ছিলাম, মনে হয় এই সময়ের মধ্যে চুরির ঘটনা ঘটেছে। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে কিছুই জানা যায়নি। রেজিস্ট্রারকে সোমবার লিখিতভাবে বিস্তারিত জানাবো। তিনি বলেন, হলটি চালু না হওয়ায় নিরাপত্তা প্রহরী ও সিসি ক্যামেরা ছিল না। তারপরও আশেপাশে সিসি ক্যামেরা দেখবো, কোনো কিছু পাওয়া যায় কিনা। ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম মনিরুল হাসান বলেন, আমি ঘটনাস্থলে গিয়ে দেখিনি। প্রভোস্ট আমাকে শুধু মৌখিকভাবে জানিয়েছেন চুরির ব্যাপারে। লিখিতভাবে কিছু জানাননি। বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা দপ্তরের প্রধান মো. আব্দুর রাজ্জাক বলেন, বঙ্গবন্ধু হল বা অতীশ দীপঙ্কর হলের ওদিকে আমাদের কোনো নিরাপত্তা প্রহরী নেই। পাহারার জন্য লোক নিয়োগের ব্যাপারে আমাদেরকে কখনও কোনো চিঠিও দেওয়া হয়নি।

পূর্ববর্তী নিবন্ধস্কুল ছাত্রীকে ধর্ষণ মামলায় বিয়ের শর্তে জামিন
পরবর্তী নিবন্ধচাকরির প্রলোভনে বায়েজিদ লিংক রোডে তরুণীকে ধর্ষণ