ফেইসবুক পেইজ ও ওয়েবসাইটে মূল্য ছাড়ের বিজ্ঞাপন দিয়ে প্রতারণা

নোয়াখালীর প্রতারক তরুণ নগরের পতেঙ্গায় গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | সোমবার , ২৫ জুলাই, ২০২২ at ৩:৫৪ পূর্বাহ্ণ

১৯ বছরের তরুণ মশিউর রহমান, বাড়ি নোয়াখালী। এই বয়সেই ভুয়া ফেইসবুক পেইজ ও ওয়েবসাইটের মাধ্যমে অস্বাভাবিক মূল্য ছাড়ের বিজ্ঞাপন দিয়ে বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ফোনে অস্বাভাবিক মূল্য ছাড়ের লোভ দেখিয়ে বিভিন্ন কৌশলে নগদ অ্যাপ ব্যবহার করে ২৪ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। মশিউর রহমান নোয়াখালীর সুবর্ণচরের কাটাবুনিয়া এলাকার বেলাল হোসেনের ছেলে। আয়ারল্যান্ড প্রবাসী একজনের কাছ থেকে অনলাইনে পাওয়া ওয়েব ডিজাইনের কোর্স আর একটা কম্পিউটারই ছিল এই কাজে মশিউর রহমানের হাতিয়ার। এ সবই করতো নোয়াখালীর এক রুমের একটি ছোট কক্ষে বসে।
মোবাইল কোম্পানি রিয়েলমির করা একটি অভিযোগের প্রেক্ষিতে মশিউরকে গতকাল রোববার ভোরে নগরীর পতেঙ্গা থেকে গ্রেপ্তার করে র‌্যাব-৭। এর আগে নোয়াখালীর সুধারাম থানার মাস্টারপাড়া পাটোয়ারী বাড়ি মসজিদ সংলগ্ন একটি বিল্ডিংয়ের মশিউরের এক কক্ষের ওই আস্তানায় হানা দেয় র‌্যাব।
র‌্যাব-৭ এর উপ অধিনায়ক মেজর রেজওয়ানুর রহমান আজাদীকে বলেন, মশিউর রহমান বিভিন্ন মোবাইল ফোন কোম্পানির নামে ওয়েবসাইট খুলে ফেইসবুক মার্কেটিং করতো ওই ফোনের মূল্য ছাড়ের। বিভিন্ন অফার দিত। আবার ওই অফারের ব্যাপারগুলো এমন থাকতো যে, মোবাইল নিতে হলে আগে নগদের মাধ্যমে এডভান্স টাকা পাঠাতে হবে। এ ভাবে টাকা নিয়ে সে কিছুদিনের জন্য গা ঢাকা দিত। আবার নতুন করে নামতো। এখন পর্যন্ত ১৩ টি কোম্পানির নাম ব্যবহার করে এমন কাজ করেছে সে। সর্বশেষ করেছে রিয়েলমির নাম ব্যবহার করে।
মেজর রেজওয়ানুর রহমান বলেন, রিয়েলমির করা অভিযোগের তদন্ত করতে গিয়ে আমরা তার আইপি এড্রেস ধরে তার অফিসে অভিযান চালাই। সেখানে গিয়ে তাকে পাইনি। তবে সেখান থেকে ২টি আইপি টেলিফোন, ১টি রাউটার, ১টি মনিটর, ১টি সিপিউ, ১টি কীবোর্ড, ১টি মাউস, ১টি চেকবই, ১টি ইসলামী ব্যাংকের ভিসা কার্ড, ১টি কার ব্যাগ, ২টি ভিজিটিং কার্ড ও নগদ ১৩ হাজার টাকা উদ্ধার করে র‌্যাব। এর একদিন পর পতেঙ্গা থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব। বিভিন্ন ভুক্তভোগীর থেকে পাওয়া তথ্য অনুযায়ী ওই আসামি গ্রাহকের কাছ থেকে আনুমানিক ২৪ লাখ টাকা আত্মসাৎ করেছে।

পূর্ববর্তী নিবন্ধস্ক্যানিং ছাড়াই বন্দর থেকে খালাস হয় মদভর্তি কন্টেনার
পরবর্তী নিবন্ধবৃহত্তর চট্টগ্রামে ম্যালেরিয়ার থাবা