ছন্দানন্দ সাংস্কৃতিক পরিষদের একঝাঁক তরুণীর অংশগ্রহণে আয়োজন করা হয়েছে পঞ্চগীতি কবির গান। পঞ্চ গীতিকবির গানের আসর বসেছিল গত ২২ জুলাই নগরীর থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে। দুই পর্বে বিভক্ত অনুষ্ঠানের প্রথম পর্বে ছিল আলোচনা সভা ও মঙ্গল প্রদীপ প্রজ্বলন। অনুষ্ঠান উদ্বোধন করেন লক্ষ্মী গোস্বামী। প্রধান অতিথি ছিলেন চবি উপ উপাচার্য বেণু কুমার দে। বিশেষ অতিথি ছিলেন এস এম গোলাম নিজামী। শ্রাবণী দাসের সঞ্চালনায় পুষ্পিতা বৈদ্যর পরিকল্পনায় অনুষ্ঠানে পঞ্চ গীতিকবির পঞ্চরসে মুগ্ধ হন শ্রোতারা। দলীয় সঙ্গীত, একক সঙ্গীত, একক নৃত্য ও দলীয় নৃত্য অনুষ্ঠানে অংশগ্রহণ করেন, নবনীতা, সুস্মিতা, কির্তামনি, ত্রয়ী, ভূমিকা, পার্থ, অনিন্দিতা ওশমী, মৃন্ময়ী অনন্যা, স্বস্তিকা, ইরা, অর্পিতা, লাবণী, নিশি, পুষ্পিতা, জ্যোতিষা, দেবশ্রী, সিমলা, অন্তি, মোহিতা, তাসনুভা, ঐশী, উপমা, অদিতি, পূজা দেবমিতা, সৈমন্তী বৈষ্ণব প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।