চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন আয়োজিত এলিট পেইন্ট রাবেয়া সিরাজ কিশোর (অনূর্ধ্ব-১৫) ফুটবল লিগে গ্রুপ পর্যায়ে কল্লোল সংঘ গ্রীণ এবং আগ্রাবাদ নওজোয়ান গ্রীণ নিজ নিজ খেলায় জিতে শুভসূচনা করেছে। গতকাল শনিবার লিগের দুটি খেলা অনুষ্ঠিত হয়। এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত গ্রুপ-‘এ’তে দিনের প্রথম খেলায় কল্লোল সংঘ গ্রীণ ২-০ গোলে চান্দগাঁও স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে। খেলার প্রথমার্ধে বিজয়ী ধল এক গোলে এগিয়ে থাকে। খেলার ১৯ মিনিটের সময় কল্লোল সংঘ গ্রীণের ইনান গোল করে দলকে এগিয়ে রাখেন (১-০)। দ্বিতীয়ার্ধের ৫৯ মিনিটে আরো একটি গোল পায় কল্লোল গ্রীণ। এ সময় গোল করেন দলের মো. ফাহিম হোসেন (২-০)। একই মাঠে দিনের দ্বিতীয় খেলায় ‘বি’-গ্রুপে আগ্রাবাদ নওজোয়ান গ্রীণ ৩-১ গোলে ফিরিঙ্গীবাজার লাকী স্টার ক্লাবকে পরাজিত করে। বৃষ্টিভেজা মাঠে দু’দলকেই বেশ পরিশ্রম করে খেলতে হয়। খেলার প্রথমার্ধে দু’দলের খেলা গোলশূন্য অমিমাংসিত থাকে। দ্বিতীয়ার্ধের ৪৮ মিনিটের সময় প্রথম গোল করে এগিয়ে যায় আগ্রাবাদ নওজোয়ান গ্রীণ। দলের মুহাম্মদ ফারুক গোল করেন (১-০)। কিন্তু এ গোল বেশিক্ষণ স্থায়ী হয়নি। ৪৯ মিনিটেই গোল ফিরিয়ে দেয় ফিরিঙ্গীবাজার লাকী স্টার ক্লাব। তাদের আবদুল আলীম রাব্বি খেলায় সমতা আনেন (১-১)। সমতা আসার পর নওজোয়ান গ্রীণ গোল করতে আরো মনোযোগী হয়ে উঠে। এ থেকে খেলার ৫৬ মিনিটে আবারো এগিয়ে যায় তারা। দলের আবদুল মাজিদ গোল করলে নওজোয়ান গ্রীণ ২-১ গোলে এগিয়ে থাকে। খেলার শেষের দিকে ৬৯ মিনিটের সময় নওজোয়ান গ্রীণের আবদুল মাজিদ নিজের দ্বিতীয় গোল করলে নওজোয়ান গ্রীণ ৩-১ গোলের ব্যবধানে এগিয়ে যায়। শেষ পর্যন্ত এই স্কোর লাইনে জয় পেয়ে মাঠ ছাড়ে আগ্রাবাদ নওজোয়ান গ্রীন। আজ ২৪ জুলাই কিশোর ফুটবল লিগের আরো দুটি খেলা অনুষ্ঠিত হবে। বিকাল ২.৩০টায় ‘বি’-গ্রুপের খেলায় অংশ নেবে ফ্রেন্ডস ক্লাব এবং মির্জাপুর খেলোয়াড় কল্যাণ সমিতি। একই গ্রুপের খেলায় বিকাল ৪টায় খেলবে বাংলাদেশ রেলওয়ে এস এবং কিষোয়ান স্পোর্টস। দুটি খেলাই এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।