সারাদেশের ন্যায় চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ উদযাপন উপলক্ষে সংবাদকর্মীদের সাথে মতবিনিময় সভা করেছে উপজেলা মৎস্য বিভাগ।
রাউজান : রাউজান প্রতিনিধি জানান, নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাউজানে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ উদযাপন করবে রাউজান উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়। গতকাল দুপুরে কর্মসূচি পালন নিয়ে স্থানীয় সংবাদকর্মীদের সাথে মতবিনিময় সভা করে মৎস্য কর্মকর্তা পীষুষ প্রভাকর। সভায় ২৩ জুলাই থেকে ২৯ জুলাই পর্যন্ত জাতীয় মৎস্য সপ্তাহের নানা কর্মসূচি নেয়ার কথা জানানো হয়। কর্মসূচির মধ্যে রয়েছে মাইকিং, পোনামাছ অবমুক্তকরণ, র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ, প্রামাণ্যচিত্র প্রদর্শন, মৎস্য চাষীদের সাথে মতবিনিময়, মোবাইল কোর্ট পরিচালনা, মাছ চাষ বিষয়ক পরামর্শ সেবা প্রদান, পুকুরের মাটি ও পানি পরীক্ষা, সুফলভোগীদের মাঝে উপকরণ বিতরণ এবং মূল্যায়ন ও সমাপনী অনুষ্ঠান।
চকরিয়া : চকরিয়া প্রতিনিধি জানান, জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে কক্মসবাজারের চকরিয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে উপজেলা মৎস্য বিভাগ মতবিনিময় সভা করেছে। গতকাল সকালে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে কক্সবাজার-১ (চকয়িা-পেকুয়া) আসনের সংসদ সদস্য জাফর আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মেরিন ফিশারিজ অফিসার মো. মোছাদ্দেকুল ইসলাম, উপজেলা মৎস্য বিভাগের এফ এ মো. সাইফুল্লাহ প্রমুখ।
সীতাকুণ্ড : সীতাকুণ্ড প্রতিনিধি জানান, জাতীয় মৎস্য সপ্তাহ (২৩-২৯ জুলাই) উপলক্ষে সীতাকুণ্ডের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল আলম। উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের আয়োজনে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা মৎস্য অফিসার মো. কামাল উদ্দিন চৌধুরী। মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মো. হাবিবুল্লাহ, সৌমিত্র চক্রবর্তী, লিটন কুমার চৌধুরী, মেরিন ফিসারিজ অফিসার জান্নাতুল নাঈম, যুব উন্নয়ন কর্মকর্তা মো. শাহ আলম, সীতাকুণ্ড পৌর বাজার কমিটির সাধারণ সম্পাদক মো. বেলাল হোসেন, মৎস্য দপ্তরের ইনুমেরেটর রাসেল দাস, কাজী সাব্বির প্রমুখ।
পটিয়া : পটিয়া প্রতিনিধি জানান, গত বৃহস্পতিবার বিকেলে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে পটিয়া উপজেলা সিনিয়র মৎস্য অফিসার কার্যালয়ে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। পটিয়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা স্বজন চন্দ্র দের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন- উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা সুজাত কুমার চৌধুরী, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা ফারজানা সিকদার, আবদুল হাকিম রানা, আবদুর রাজ্জাক, শফিউল আজম, কাউছার আলম, রাশেদ আহমদ, বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক।
রাঙামাটি : রাঙামাটি প্রতিনিধি জানান, জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ উপলক্ষে জেলা মৎস্য অধিদফতরের আয়োজনে ২৩-২৯ জুলাই সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। গতকাল দুপুরে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে এক প্রেস কনফারেন্স এসব তথ্য জানানো হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে রাঙামাটির সংসদ সদস্য দীপংকর তালুকদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে। প্রেস কনফারেন্স জেলা মৎস্য কর্মকর্তা শ্রীবাস চন্দ্র চন্দের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্যসম্পদ সম্প্রসারণ প্রকল্পের পরিচালক মোহাম্মদ ইয়াছিন, বাংলাদেশ মৎস্য উন্নয়ন বোর্ড (বিএফডিসি) রাঙামাটি বিপণনকেন্দ্রের ব্যবস্থাপক লেফটেন্যান্ট কমান্ডার মো. তৌহিদুল ইসলাম, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট (বিএফআরআই) রাঙামাটি নদী উপকেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা রিপন মিয়া প্রমুখ।
সন্দ্বীপ : সন্দ্বীপ প্রতিনিধি জানান, জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে গতকাল সকাল ১০টায় উপজেলা মৎস্য অফিসে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. এমদাদুল হক বাংলাদেশে মৎস্য সেক্টরের উন্নয়নে সন্দ্বীপের বিভিন্ন প্রকল্পের বিস্তারিত বিবরণ তুলে ধরেন।