বঙ্গবন্ধু বঙ্গমাতা সরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে হাটহাজারী উপজেলার উত্তর জোনে চ্যাম্পিয়ন হয়েছে ফটিকা রহমানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। গতকাল শনিবার কাটিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ছেলেদের ফাইনাল খেলায় ফটিকা রহমানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ২-০ গোলে কাটিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে। বঙ্গমাতা টুর্নামেন্টে আজিমপাড়া গাউছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে হাটহাজারী উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো. আশরাফুল ইসলাম সিরাজীর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ধলই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল মনছুর। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোহাম্মদ জাফর, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি হাটহাজারী উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ নুুরুল আবছার, কাটিরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিমুল মহাজন, কাটিরহাট সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এস এম আনোয়ার হোসেন, চট্টগ্রাম ফুটবল খেলোয়াড় সমিতির নির্বাহী সদস্য মোহাম্মদ রাশেদ, হাটহাজারী খেলোয়াড় সমিতির সভাপতি মো. সোহেল রানা, হাটহাজারী স্পোর্টস ক্লাবের সাধারণ সম্পাদক মো. হোসেন মেহেদী, ধলই ইউ পি সদস্য মো. শফিউল আলম,কাটিরহাট প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাহাবুদ্দিন,ফটিকা রহমানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ইব্রাহিম সহ বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকগন উপস্থিত ছিলেন।