মরিয়মনগর ইসলামী কিন্ডারগার্টেন স্কুলের বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ

রাঙ্গুনিয়া প্রতিনিধি | রবিবার , ২৪ জুলাই, ২০২২ at ৪:১৩ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়া উপজেলার মরিয়মনগর ইসলামী কিন্ডারগার্টেন স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান বিদ্যালয়ের হলরুমে গতকাল শনিবার সকালে অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের সভাপতি ও অধ্যক্ষ মুহাম্মদ করিম উদ্দিন হাছানের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে বক্তব্য দেন মরিয়মনগর ইউপি চেয়ারম্যান মুজিবুল হক হিরু। প্রধান অতিথি ছিলেন বেতাগী আস্তানা শরীফের সাজ্জাদানশীন পীরজাদা গোলামুর রহমান আশরাফ শাহ। রবিউল মোস্তফা রাফির সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন মুহাম্মদ আলী, খলিলুর রহমান, সাংবাদিক জগলুল হুদা, নাজিম উদ্দিন, ইউসুফ আলী আরজু, শওকত হোসেন, আলী আকবর, বিদ্যালয়ের পরিচালনা পরিষদের মহাসচিব আজিম উদ্দিন আহমেদ, পরিচালক মো. মিজানুর রহমান, মো. আবু বক্কর, মো. আলাউদ্দিন, রিয়াজুল ইসলাম রাকিব প্রমুখ। শেষে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

পূর্ববর্তী নিবন্ধলায়ন ক্লাব অব চিটাগং রেনেসাঁর কমিটি গঠন
পরবর্তী নিবন্ধস্ট্যান্ডার্ড ব্যাংকের বার্ষিক সাধারণ সভা