আ.লীগ নেতা ইসহাক মিয়ার মৃত্যুবার্ষিকী আজ

| রবিবার , ২৪ জুলাই, ২০২২ at ৪:১০ পূর্বাহ্ণ

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সাবেক সদস্য, গণপরিষদ সদস্য ও সাবেক এমপি মুহাম্মদ ইসহাক মিয়ার ৫ম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে সকাল ৯টায় হাজী পাড়া সুন্নিয়া জামে মসজিদে খতমে কোরআন, দোয়া ও মিলাদ মাহফিল, মরহুমের কবর জিয়ারত এবং পুষ্পমাল্য অর্পণ করা হবে। সকাল সাড়ে ৯টায় আগ্রাবাদস্থ বাদাতমলী মোড়ে গুলশান কমিউনিটি সেন্টারে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী। সভায় চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সকল কর্মকর্তা, সদস্যবৃন্দ থানা, ওয়ার্ড আওয়ামী লীগ সহ সহযোগী সংগঠনের সকল স্তরের নেতাকর্মীদের উপস্থিত থাকার জন্য মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ.জ.ম নাছির উদ্দীন সংশ্লিষ্ট সকলের প্রতি বিশেষভাবে আহ্বান জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশেখ রাসেল অনূর্ধ্ব-১১ ক্রিকেটে খেলোয়াড় বাছাই অনুষ্ঠিত
পরবর্তী নিবন্ধলায়ন ক্লাব অব চিটাগং রেনেসাঁর কমিটি গঠন