খাদ্যশস্য রপ্তানি চুক্তির ভবিষ্যৎ নিয়ে শঙ্কা

ইউক্রেনের ওদেসা বন্দরে রুশ ক্ষেপণাস্ত্র হামলা

| রবিবার , ২৪ জুলাই, ২০২২ at ৪:০৬ পূর্বাহ্ণ

ইউক্রেন থেকে শস্য রপ্তানির সুযোগ করে দিতে একটি চুক্তি সই করার কয়েক ঘণ্টার মধ্যে দেশটির অন্যতম প্রধান সমুদ্র বন্দর ওদেসাতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। খবর বিডিনিউজের।
ইউক্রেনের সেনাবাহিনীর বরাতে জানা যায়, গতকাল স্থানীয় সময় ভোরের দিকে ‘রাশিয়ার ছোড়া দুইটি ক্ষেপণাস্ত্র ওদেসা বন্দরে আঘাত হানে’। ইউক্রেনের বিমানবাহিনীর প্রধান ক্ষোভের সঙ্গে বলেন, বন্দরে শস্য রাখার গুদামগুলোকে ইচ্ছা করে হামলার লক্ষ্যবস্তু করা হয়েছে।
শুক্রবার কিইভ-মস্কো যে চুক্তি সই করে সেখানে শস্যের চালান পাঠানোর কাজ যখন চলবে তখন বন্দরে হামলা না চালানোর বিষয়ে রাশিয়া রাজি হয়। রাশিয়া এবং ইউক্রেনের সঙ্গে তুরস্ক ও জাতিসংঘ ওই চুক্তিতে সই করেছে। অথচ চুক্তি সইয়ের পর ২৪ ঘণ্টা না পেরুতেই ওদেসা বন্দর ক্ষেপণাস্ত্র হামলার শিকার হলো। ইউক্রেনের সেনাবাহিনীর পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে করা একটি পোস্টে বলা হয়, দুইটি কালিবর ক্ষেপণাস্ত্র ওদেসা বন্দরে আঘাত হেনেছে। ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আরো দুইটি ক্ষেপণাস্ত্রকে গুলি করে ভূপাতিত করেছে। ক্ষেপণাস্ত্র হামলায় বন্দরে আগুন ধরে যায় বলে টেলিগ্রামে এক পোস্টে জানান স্থানীয় একজন এমপি। হামলায় কেউ হতাহত হয়েছেন কিনা বা কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা জানা যায়নি।
ওদেসা বন্দরে রাশিয়ার হামলা কয়েকটি প্রশ্নের জন্ম দিয়েছে। তবে কী রাশিয়া শস্য রপ্তানি চুক্তি ভেস্তে দিতে চাইছে। তাদের হামলার লক্ষ্যবস্তু কী ওদেসা বন্দরই ছিল? তারা এরমাধ্যমে কী বার্তা দিতে চাইছে? এই প্রশ্নগুলোর উত্তর একমাত্র রাশিয়াই দিতে পারে।
যদি রাশিয়া তাদের কথা না রাখে তবে জাতিসংঘ কী করবে বিবিসির এমন প্রশ্নের জাবাবে সংস্থাটির মহাসচিব অ্যান্টনিও গুতেরেস বলেন, জাতিসংঘের হাতে এমন কিছু নেই (যেটার মাধ্যমে রাশিয়াকে চুক্তি মানতে বাধ্য করা যেতে পারে)। তবে আমার মনে হয়, যদি রাশিয়া এমনটা করে তবে সেটা নিশ্চিতভাবেই অগ্রহণযোগ্য কেলেঙ্কারি হবে।

পূর্ববর্তী নিবন্ধপশ্চিমবঙ্গে শিল্পমন্ত্রী গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধকমপ্লেক্সের ত্রি-বার্ষিক কার্যকরী কমিটি গঠিত