ইদ্রিস বি কমের মতো ত্যাগী নেতা এখন বিরল

স্মরণ সভায় বক্তাদের অভিমত

| রবিবার , ২৪ জুলাই, ২০২২ at ৩:৪৭ পূর্বাহ্ণ

আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ড. অনুপম সেন বলেছেন, এম ইদ্রিস বিকম তার সারা জীবন এই দেশের মানুষের উন্নয়নের জন্য উৎসর্গ করেছিলেন। বঙ্গবন্ধুর একনিষ্ঠ সেনানী হিসেবে এই দেশের সমৃদ্ধির জন্য কাজ করেছেন। তাঁর মতো নেতা এখন বিরল। তিনি গতকাল শনিবার চট্টগ্রাম প্রেসক্লাব বঙ্গবন্ধু হলে আনোয়ারা উপজেলার সাবেক চেয়ারম্যান, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক এমপি এম ইদ্রিস বি.কমের স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। এতে সভাপতি করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি মোছলেম উদ্দিন আহমদ এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ওয়াসিকা আয়েশা খান এমপি।
চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তব্য রাখেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী, হাবিবুর রহমান, এস এম আবুল কালাম, শাহাজাদা মহিউদ্দিন, এড. মির্জা কছির উদ্দিন, এড. জহির উদ্দিন, প্রদীপ কুমার দাশ, খোরশেদ আলম, আবু জাফর, বোরহান উদ্দিন এমরান, আবদুল কাদের সুজন, এড. আবদুর রশিদ, গোলাম ফারুক ডলার, নুরুল আবছার চৌধুরী, নাছির আহমদ, এ কে আজাদ, আবু আহমদ জুনু, মাহবুবুল আলম খোকা, মোহাম্মদ জোবায়ের, আবদুল জব্বার, পার্থ সারথী চৌধুরী, মোহাম্মদ হাসান, সাইফুল ইসলাম, নাছির উদ্দিন, এড. আবদুল হান্নান, আশীষ কুমার সিংহ, সুরেশ দাশ, জীবন আরা বেগম, আবদুল মোনাফ, রাশদুল আরেফিন জিসান, তাহমিনা আকতার ফৌজিয়া, জগধা চৌধুরী সুুপ্রিয়া প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবায়তুশ শরফ জাতিভিত্তিক একটি আধ্যাত্মিক ও সেবামূলক প্রতিষ্ঠান
পরবর্তী নিবন্ধডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার ইন্তেকাল