দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা

আহত ২৫, দুজনের অবস্থা আশংকাজনক

হাটহাজারী প্রতিনিধি | রবিবার , ২৪ জুলাই, ২০২২ at ৫:৪০ পূর্বাহ্ণ

হাটহাজারীতে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকে যাত্রীবাহী বাসের ধাক্কায় ২৫ জন আহত হয়েছে। গতকাল শনিবার হাটহাজারী-নাজিরহাট মহাসড়কের ভাঙ্গাপোল সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে দুজনকে আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, কিশোরগঞ্জ জেলার একদল লোক নানুপুর মাইজভান্ডার শরীফ জিয়ারত শেষে চট্টগ্রামের দিকে যাচ্ছিল। পথিমধ্যে উক্ত স্থানে পৌঁছলে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে সজোরে ধাক্কায় দেয়। এতে বাসের যাত্রীরা গুরুতর আহত হয়। উপস্থিত লোকজন তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। কিন্তুড্রাইভার
ওসমান (২৮) ও রেলিং (৬০) নামের এক ব্যাক্তির অবস্থা আশংকাজনক হাওয়ায় তাদেরকে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়।
আহত বাকিরা হলেন কবির (৫৩), আরজু মিয়া (৫৪), শওকত হোসেন (৫৫), সঞ্জু মিয়া (৮০), মানিক মিয়া (৬৫), দেলোয়ার (৪৫), রফিকুল ইসলাম (৩১), দেওয়ান (৩৫), নিটু মিয়া (৪৫), আরজু (৫৪), খোকন (৪৮), বেলাল মিয়া (৪২) ও আমিনুর (৪৫)। বাকিদের নাম পরিচয় জানা যায়নি।
হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল আজম বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনারকৃত গাড়িটি জব্দ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধনামসর্বস্ব দলের সঙ্গে বৈঠক বিএনপির রাজনৈতিক সংকটের প্রমাণ : তথ্যমন্ত্রী
পরবর্তী নিবন্ধচবির ৩৮২ কোটি ৪১ লাখ টাকার বাজেট ঘোষণা