দ্রুত গতির পিকআপ আটকাতে গিয়ে স্কুল ছাত্রের মৃত্যু

বোয়ালখালীতে ট্রাকের ধাক্কায় যুবক নিহত

মীরসরাই প্রতিনিধি | রবিবার , ২৪ জুলাই, ২০২২ at ৩:৩৪ পূর্বাহ্ণ

মীরসরাইয়ে একটি অটোরিকশাকে ধাক্কা দিয়ে পালিয়ে যাচ্ছিলো পিকআপ। এ সময় পিকআপটিকে আটকাতে গিয়ে সেই পিকআপের ধাক্কায় মো. শাখাওয়াত হোসেন (১৫) নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছে। গত শুক্রবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট কমফোর্ট হাসপাতালের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত শাখাওয়াত উপজেলার ২ নং হিঙ্গলী ইউনিয়নের পশ্চিম হিঙ্গলী গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে। সে ধুমঘাট হাজী চাঁন মিয়া উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।
জোরারগঞ্জ হাইওয়ে থানার ইনচার্জ মো. আলমগীর বলেন, শুক্রবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট কমফোর্ট হাসপাতালের সামনে একটি অটোরিকশাকে পিকআপ ধাক্কা দেয়। এতে তিনজন যাত্রী আহত হয়। এ সময় পিকআপ নিয়ে চালক পালিয়ে যাচ্ছিলো। সেই দ্রুতগামী পিকআপের গতিরোধ করতে গিয়ে ধাক্কায় শাখাওয়াত নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। পরে আমরা পিকআপ চালক মো. সোহেলকে (২৬) আটক করে থানায় নিয়ে এসেছি।
বোয়ালখালীতে যুবকের মৃত্যু : বোয়ালখালীতে ট্রাকের ধাক্কায় সাজ্জাদ হোসেন আসিফ (১৭) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার বিকালে আরাকান সড়কের পেছনে আউলিয়া মাজার গেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বাংলানিউজের খবর থেকে জানা যায়, নিহত আসিফ পশ্চিম গোমদণ্ডী মজুমাল তালুকদার বাড়ির মোহাম্মদ ইউসুফের ছেলে। তিনি মাইক্রোবাসের হেলপার হিসেবে কাজ করতেন।
পাঁচলাইশ থানার ওসি (তদন্ত) সাদেকুর রহমান বলেন, রাস্তা পার হওয়ার সময় সময় দ্রুতগামী একটি ট্রাক ধাক্কা দিলে গুরুতর আহত হন আসিফ। তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে আসা হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পূর্ববর্তী নিবন্ধফটিকছড়িতে স্কুল শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার
পরবর্তী নিবন্ধমিউনিসিপ্যাল মডেল স্কুলের ২০০২ ব্যাচের পুনর্মিলনী