লামায় বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন

লামা প্রতিনিধি | শনিবার , ২৩ জুলাই, ২০২২ at ৫:৩৯ পূর্বাহ্ণ

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে ৫ কোটি ৮ লাখ টাকা ব্যয়ে লামায় দু’টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং ৫টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।
গতকাল শুক্রবার একদিনের সরকারি সফরে মন্ত্রী লামায় এসে এসব প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। একইদিন তিনি উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধানমন্ত্রী কর্তৃক প্রদানকৃত লামার ৩৬ ভূমিহীন ও গৃহহীন পরিবারের কাছে ঘরের চাবি ও জমির দলিল হস্তান্তর করেন।
সূত্র জানায়, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে দেড় কোটি টাকা ব্যয়ে লামায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের রেস্ট হাউজ কাম অফিস ভবন নির্মাণ ও ৩৫ লাখ টাকা ব্যয়ে লামা আলিয়া এতিমখানা ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন পার্বত্য মন্ত্রী। এছাড়া ৫ টি ভিন্ন স্থানে আর.সি.সি ড্রেন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। উন্নয়ন প্রকল্পসমূহের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বান্দরবান জেলা অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল, জেলা প্রশাসনের সহকারী কমিশনার রাজিব কুমার বিশ্বাস, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য লক্ষ্মীপদ দাশ, মোজাম্মেল হক বাহাদুর, ফাতেমা পারুল, লামা উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামাল, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোস্তফা জাবেদ কায়সার, লামা পৌরসভা মেয়র মো. জহিরুল ইসলাম, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ইয়াছিন আরাফাত, উপজেলা আওয়ামী লীগ সভাপতি বাথোয়াইচিং মার্মা ও সাংগঠনিক সম্পাদক প্রদীপ কান্তি দাশসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান এবং দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়ায় ৬ হাজার ইয়াবাসহ পাচারকারী গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধসিলেট ও সুনামগঞ্জে বন্যাদুর্গতদের পাশে বিভিন্ন ব্যক্তি ও সংগঠন