সিএমপি কমিশনারের সাথে মহানগর মুক্তিযোদ্ধা সংসদের মতবিনিময়

| শনিবার , ২৩ জুলাই, ২০২২ at ৫:৩২ পূর্বাহ্ণ

নবাগত চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার কৃষ্ণপদ রায়ের সাথে গত বৃহস্পতিবার তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডার মোজাফফর আহমদসহ সংসদের অন্যান্য বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের নেতৃবৃন্দ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংসদের সহকারী কমান্ডার সাধন চন্দ্র বিশ্বাস, আকবর শাহ থানা কমান্ডার সেলিম উল্লাহ, ডেপুটি কমান্ডার মো. নূর উদ্দিন, হালিশহর থানার ডেপুটি কমান্ডার আবুল কাশেম, এয়ার মোহাম্মদ সিদ্দিকী, সৈয়দ আহমদ, গোলাম নবী, সাহাবুদ্দিন মজুমদার, সাংবাদিক রনজিত কুমার শীল, মোহাম্মদ সরওয়ার আলম চৌধুরী মনি ও সাহেদ মুরাদ সাকু প্রমুখ। সাক্ষাৎকালে নবাগত সিএমপি কমিশনার কৃষ্ণপদ রায় বলেন, বীর মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান ও দেশের অতন্দ্র প্রহরী। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বীর মুক্তিযোদ্ধারা জীবনবাজি রেখে মহান মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশ নেয়ার কারণে আমরা স্বাধীন ও সার্বভৌম লাল সবুজের বাংলাদেশ পেয়েছি। দেশ স্বাধীন হওয়ার পেছনে বীর মুক্তিযোদ্ধাদের অবদান অবিস্মরণীয়। এ দেশ স্বাধীন না হলে আমরা আজ এ পর্যায়ে আসতে পারতাম না। তাই বীর মুক্তিযোদ্ধাদের ঋণ কখনো শোধ করা যাবেনা। যতদিন বেঁচে থাকবো ততদিন মহান মুক্তিযুদ্ধের চেতনা অন্তরের অন্তস্থলে ধারণ করবো। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমীরসরাইয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এলিট
পরবর্তী নিবন্ধউড লেবার ফেডারেশনের ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা