চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে গতকাল শুক্রবার দুই দিনব্যাপী মুক্তিযুদ্ধের ওপর নির্মিত ছয়টি প্রামাণ্যচিত্রের প্রদর্শনী শুরু হয়েছে। বরেণ্য নির্মাতা তানভীর মোকাম্মেলের তত্ত্বাবধানে চলচ্চিত্রগুলো নির্মাণ করেছেন বাংলাদেশ ফিল্ম ইনস্টিটিউটের প্রাক্তন ছাত্র-ছাত্রী ও তরুণ শিক্ষকেরা। প্রযোজনা করেছে মুক্তিযুদ্ধ ৭১ ও বাংলাদেশ ফিল্ম ইনস্টিটিউট। গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৩টায় উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে দেখানো হয়েছে ‘জনযুদ্ধ ৭১’। বিকেল ৫টায় ‘বীর চট্টলার প্রতিরোধ যুদ্ধ’, সন্ধ্যা সাড়ে ৬টায় ‘বিলোনিয়ার যুদ্ধ’ প্রদর্শিত হয়েছে। আজ বিকেল ৩টায় তাজউদ্দীন আহমদের ৯৭তম জন্মদিন উপলক্ষে শ্রদ্ধা নিবেদন করা হবে। এরপর দেখানো হবে ‘মুক্তিযুদ্ধে মুজিবনগর সরকার’, বিকেল ৫টায় ‘একাত্তরের নৌ-কমান্ডো’। সন্ধ্যা সাড়ে ৬টায় ‘আকাশে মুক্তিযুদ্ধ : কিলোফ্লাইট’ প্রদর্শিত হবে। মুক্তিযুদ্ধের ইতিহাসের গবেষণাধর্মী চলচ্চিত্রের এই প্রদর্শনী সবার জন্যে উন্মুক্ত। প্রেস বিজ্ঞপ্তি।












