হাটহাজারীতে ট্রাকসহ অবৈধ চোরাইকৃত সেগুন কাঠসহ ৪ জনকে আটক করেছে বনবিভাগ। গতকার শুক্রবার ভোরে খাগড়াছড়ি বড়দীঘির পাড় ভাটিয়ারী এলাকায় রাস্তা মাথা থেকে কাঠসহ তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, চালক মো. শাকিল (২১), হেলপার মো. রাকিব ( ১৯), মো. আনোয়ার হোসেন (১৯), মো. পারভেজ (২৮)। এরা সবাই রাউজান উপজেলার বাসিন্দা।
হাটহাজারী রেঞ্জ কর্মকর্তা ফজলুল কাদের চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন. গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৭, সিপিসি -২ হাটহাজারী ক্যাম্পের সহযোগিতায় চোরাইকৃত সেগুন কাঠ বোঝাই একটি ট্রাক (চট্টঃমেট্রো-ন-১১-৭৮৯০) জব্দ করা হয়। এসময় চালক ও হেলপারসহ ৪জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে বন সংরক্ষণ আইনে মামলা প্রস্তুতি চলছে। জব্দকৃত কাঠ বন উপজেলা ১১মাইল এলাকায় কাম চেক স্টেশনে হস্তান্তর করা হয়। যার আনুমানিক মূল্য ২ লক্ষাধিক টাকা।