ভারতের সাবেক অধিনায়ক ও বিসিসিআই সভাপতি জানিয়েছেন, বদলে যাচ্ছে এশিয়া কাপের ভেন্যু। শ্রীলংকা থেকে সরিয়ে সংযুক্ত আরব আমিরাতে আয়োজন করা হবে এবারের এশিয়া কাপ। ভারতের সাবেক অধিনায়ক ও বিসিসিআই সভাপতি প্রায় নিশ্চিত করে বললেন মধ্যপ্রাচ্যে হচ্ছে এই টুর্নামেন্ট। যদিও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) পক্ষ থেকে ভেন্যু পরিবর্তনের আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি। বিসিসিআইয়ের এপেক্স কাউন্সিলের সভা শেষে সংবাদমাধ্যমকে সৌরভ বলেন, আমিরাতে বৃষ্টি কোনো ঝামেলা করবে না তাই এই সিদ্ধান্ত। ২০২২ সালের এশিয়া কাপ হওয়ার কথা শ্রীলংকার। কিন্তু দেশটিতে চলমান রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতার কারণে সেখানে টুর্নামেন্টটি না হওয়ার শঙ্কা ছিল আগে থেকেই। গত কয়েক দিনে লংকান বোর্ডের পক্ষ থেকেও জানানো হয় অনিশ্চয়তার কথা। এবারের এশিয়া কাপ হবে টি-টোয়েন্টি সংস্করণে। আগামী ২৭ আগস্ট থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত চলার কথা মূল পর্ব। এর আগে ২০ থেকে ২৬ আগস্ট হওয়ার কথা বাছাইপর্ব।