সাতকানিয়ায় বাথরুমে থাকা পানির বালতিতে পড়ে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। তার নাম আফিয়া ছালেহা রিফা।
আজ শুক্রবার(২২ জুলাই) সকাল ১০টার সময় উপজেলার জনার কেঁওচিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড খন্দকার পাড়ায় এ ঘটনা ঘটে। রিফা ওই এলাকার আবু ছালেহ’র কন্যা।
স্থানীয় ইউপি সদস্য মো. জাহাঙ্গীর আলম জানান, বাড়ির ভেতরে থাকা বাথরুমের একটি বালতিতে কিছু পরিমাণ পানি ভর্তি ছিল। শুক্রবার সকালে শিশু রিফা বাথরুমের দরজা খোলা পেয়ে বাথরুমে ঢুকে পড়ে। তখন বিষয়টি বাড়ির লোকজনের নজরে আসেনি। বাথরুমে সে শ্যাম্পুর বোতল নিয়ে খেলা করার সময় শ্যাম্পুর বোতলটি বালতিতে পড়ে যায়।
বালতি থেকে সেটি নিতে চাইলে সে বালতির ভিতর উপুড় হয়ে পড়ে যায়। তার মাথাটি পানির নিচে থাকায় সে আর উঠতে পারেনি। এতে বালতিতে থাকা পানিতে দম বন্ধ হয়ে শিশুটি মারা যায়।
নিহত শিশুর পিতা আবু ছালেহ জানান, সকালে পরিবারের লোকজন বিভিন্ন কাজে ব্যস্ত ছিলেন। এসময় সে সবার অগোচরে বাথরুমে চলে যায়। পরে তার কোনো সাড়াশব্দ না পেয়ে এদিক-সেদিক খোঁজাখুঁজির এক পর্যায়ে তাকে বাথরুমের বালতিতে উপুড় হয়ে পড়া থাকা অবস্থায় পাওয়া যায়।