গিনেজ ওয়ার্ল্ড বুকে নাম লেখালেন হাটহাজারীর আয়মান মুহাম্মদ(১৬)।
এক মিনিটের মধ্যে সর্বোচ্চ ৭৫টি কয়েন দিয়ে টাওয়ার সাজিয়ে গিনেজ ওয়ার্ল্ড বুকে স্থান করে নেন তিনি।
আয়মান হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে চলতি বছরে বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষার্থী। ফুটবল পায়েও তার দক্ষতা অবিশ্বাস্য। এই কিশোরের অনন্য সাফল্যে এলাকাবাসী মুগ্ধ।
আয়মান উপজেলার মেখল ইউনিয়নের আমান শাহ্ বাড়ির ওমান প্রবাসী মুহাম্মদ মুসার ছেলে। চার ভাইবোনের মধ্যে সর্বকনিষ্ঠ আয়মান।
ইউটিউব ও সামাজিক যোগাযোগমাধ্যমে গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড বুকে প্রতিযোগিতার বিষয়টি দেখে পরিবারের সদস্য ও বন্ধুদের উৎসাহে চর্চা শুরু করেন আয়মান।