এবার দেশে ফিরলেন আফিফ-নাসুম-রিয়াদ

ক্রীড়া প্রতিবেদক | শুক্রবার , ২২ জুলাই, ২০২২ at ৬:৫৪ পূর্বাহ্ণ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষ হয়েছে এক সপ্তাহ হয়ে গেল। এখনো পুরো দল দেশে ফিরতে পারেনি। আগেরদিন তাসকিন এবং মিরাজ ফিরেছিলেন দেশে। গতকাল ফেরার কথা ছিল বাকি ক্রিকেটাররা। কিন্তু ফিরেছেন মাত্র তিনজন। গতকাল দেশে ফিরেছেন টি-টোয়েন্টি দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

রিয়াদের সঙ্গী হয়েছেন আফিফ হোসেন ও নাসুম আহমেদ। সিলেট হয়ে বাংলাদেশ বিমানের ফ্লাইটে দেশে ফেরেন তারা। নাসুম সিলেটে নেমে গেছেন। আফিফ ও মাহমুদউল্লাহ এসেছেন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। ছুটি কাটাতে লন্ডনে আছেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল।

বিদেশি কোচিং স্টাফ সদস্যদের বড় অংশ ওয়েস্ট ইন্ডিজ থেকে সরাসরি নিজ দেশে ছুটিতে গেছেন। হেড কোচ রাসেল ডমিঙ্গো, পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড দক্ষিণ আফ্রিকা থেকে সরাসরি জিম্বাবুয়েতে জাতীয় দলের সঙ্গে যোগ দেবেন। সিডন্স যাবেন অস্ট্রেলিয়া থেকে জিম্বাবুয়েতে।

পূর্ববর্তী নিবন্ধশিশুদের ‘অস্কার’খ্যাত কিডস্ক্রিন পুরস্কার জিতল সিসিমপুর
পরবর্তী নিবন্ধমাস্টার্স ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল আজ