প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকার তৎপর

শিক্ষা অনুদান বিতরণকালে মেয়র

| শুক্রবার , ২২ জুলাই, ২০২২ at ৬:৪৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী বলেছেন, প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন করা সম্ভব না হলে উন্নত বাংলাদেশ গড়া সম্ভব হবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রূপকল্প-২০২১ বাস্তবায়নের মাধ্যমে আমাদের উন্নয়নশীল দেশে পরিণত করেছেন। তিনি আমাদের রূপকল্প-২০৪১ এর মধ্যে উন্নত বাংলাদেশের স্বপ্ন দিয়েছেন তা বাস্তবায়ন করতে হলে নারী সমাজ ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন করতে হবে। আওয়ামী লীগ সরকার দেশের সকল মানুষের জীবনমান উন্নয়নে বিভিন্ন ধরনের সহায়তা অব্যাহত রেখেছে।

গতকাল বৃহস্পতিবার সকালে নগরীর থিয়েটার ইনস্টিটিউট হলে চট্টগ্রাম সিটি কর্পোরেশন, ইউএনডিপি ও এফসিডিওর সহায়তায় প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের আওতায় ব্যবসা ও শিক্ষা অনুদান বিতরণকালে তিনি এ কথা বলেন। চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহীদুল আলমের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন এলআইইউপিসির টাউন ম্যানেজার মো. সরোয়ার হোসেন খান, পুষ্টি বিশেষজ্ঞ মোহাম্মদ হানিফ, টাউন ফেডারেশনের চেয়ারপার্সন কোহিনুর আক্তার প্রমুখ।

প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়ন প্রকল্পের জাতীয় নগর দারিদ্র হ্রাসকরণ কর্মসূচির আওতায় আর্থসামাজিক তহবিলের অধীনে অনুষ্ঠানে উপকার ভোগীদের মাঝে ব্যবসা ও শিক্ষা অনুদান প্রদান অনুষ্ঠানে ৫২০ জন নারী ক্ষুদ্র ও দলীয় ব্যবসায়ীদের ৪২ লাখ টাকা এবং ১০০ জন শিক্ষার্থীকে ৯ লাখ টাকা অনুদান দেয়া হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআশরাফুল আলম লায়ন্স মাল্টিপল জেলার ডিস্ট্রিক্ট সেক্রেটারি নির্বাচিত
পরবর্তী নিবন্ধ‘সাদা সাদা কালা কালা’ গানের স্রষ্টা কে এই হাশিম মাহমুদ?