মধ্যরাতে রিকশা থেকে নামিয়ে এক নারীকে (২৮) দলবেঁধে ধর্ষণের ঘটনা ৯৯৯-এ জানানো সেই রিকশাচালক আব্দুল হান্নানকে পুরস্কৃত করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার নগরের এমএম আলী সড়কের ‘র্যাংকস একাত্তর মেমোরিস’ ভবনে এক অনুষ্ঠানে রিকশাচালক আব্দুল হান্নানকে পুরস্কৃত করা হয়। এ সময় তাকে নগদ টাকা, প্রাইজবন্ড ও উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।
ওই নারীকে উদ্ধার ও ৬ অভিযুক্তকে দ্রুত গ্রেফতারে ভূমিকা রাখায় সিএমপির খুলশী থানার ওসি সন্তোষ কুমার চাকমাকেও ফুলেল শুভেচ্ছা জানানো হয় অনুষ্ঠানে। ওসির হাতে পুষ্পস্তবক তুলে দেন র্যাংকস এফসি প্রপার্টিজের কোর্ডিনেটর উজানা চাকমা।
র্যাংকস এফসি প্রপার্টিজ লিমিটেডের সিইও তানভীর শাহরিয়ার রিমনের ব্যক্তিগত উদ্যোগে আয়োজিত এ সম্মাননা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক যুগ্ম মহাসচিব তপন চক্রবর্তী, একুশে পত্রিকা সম্পাদক আজাদ তালুকদার, প্রথম আলোর চট্টগ্রাম অফিসের ডেপুটি ব্যুরো প্রধান আশরাফ উল্লাহ, নজরুল কবির দীপু, ছাবের শাহ, তারেক রহমান, শরীফুল রুকন, এমকে মনির, যুবসংগঠক দিদার হোসেন পাইলট প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।