লামায় গলায় ফাঁস দিয়ে রেসমা আক্তার (১৭) নামের এক দাখিল পরীক্ষার্থী আত্মহত্যা করেছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টার দিকে উপজেলার লামা সদর ইউনিয়নের নুনারঝিরি পাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত রেসমা নুনার ঝিরি পাড়ার বাসিন্দা আলা উদ্দিনের মেয়ে এবং স্থানীয় একটি মাদ্রাসা থেকে চলতি বছর দাখিল পরীক্ষার্থী ছিলো। লামা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিন্টু কুমার সেন জানান, নিহত রেসমার পিতা লাইনঝিরি এলাকায় দোকান করেন। পরিবারের সকলে বেশির ভাগ সময় দোকানেই থাকেন। মেয়ে রেসমা আক্তারকে বিকালে নুনারঝিরিস্থ বাড়িতে পাঠান।
রেসমা বাড়ি এসে তার চাচাতো বোনদের সাথে খাবার পানিও সংগ্রহ করেন। পরবর্তীতে সন্ধ্যায় ঘরের দরজা বন্ধ দেখে চাচাতো বোনেরা ডাকাডাকি করে কোন সাড়া শব্দ না পেয়ে ঘরের বেড়ার ফাঁক দিয়ে উঁকি দিলে তাকে রান্না ঘরের ভীমের সাথে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখেন। এসময় তারা চিৎকার দিলে আত্মীয়-স্বজন ছুটে আসেন। পরবর্তীতে স্থানীয় চেয়ারম্যান ও পুলিশকে খবর দেয়া হয়।
খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেন। নিহতের বাবা আলাউদ্দিন বলেন, আমরা ঘরে ছিলাম না। কি কারণে মেয়ে আত্মহত্যা করেছে জানিনা। লামা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।












