বাংলাদেশি হতে যা যা প্রয়োজন সবকিছু মিলছে রোহিঙ্গা ক্যাম্পে ! এ ধরনের বেশ কিছু বাংলাদেশি এনআইডি, জন্ম নিবন্ধন, ড্রাইভিং লাইসেন্স, জাতীয়তা সনদ, ট্রেড লাইসেন্স, ব্যাংকের চেকবইসহ গুরুত্বপূর্ণ ডকুমেন্টস জব্দ করেছে এপিবিএন পুলিশ। এ সব নকলকারী চক্রের ৫ সদস্যকে সরঞ্জামসহ আটক করা হয়েছে।
গত বুধবার (২০ জুলাই) বিকেল ৫ টার দিকে গোপন খবরের ভিত্তিতে ৮, এপিবিএন পুলিশ অভিযান চালায় উখিয়ার কুতুপালং লম্বাশিয়া ১/ডব্লিউ ক্যাম্পে। এ সময় রোহিঙ্গাদের বাংলাদেশি বানাতে প্রয়োজনীয় ডকুমেন্টস তৈরি চক্রের পাঁচ সদস্যকে আটক করা হয়।
উখিয়া ৮ এপিবিএনের কমান্ডিং অফিসার মোহাম্মদ সিহাব কায়সার খান জানান, উখিয়ার কুতুপালং লম্বাশিয়া ক্যাম্পের মোঃ আবদুল্লাহর (৩৭) বসতঘরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক জালিয়াত চক্রের অন্যরা হচ্ছেন, কুতুপালং লম্বাশিয়া ১/ডব্লিউ ক্যাম্পের এফ/১০ ব্লকের মোঃ ইসলামের ছেলে মোঃ আবদুল্লাহ (৩৭), একই ঠিকানার মুসা খলিলের পুত্র আবুল খায়ের (১৮), একই ক্যাম্পের এফ/১৩ ব্লকের হাবিবুল্লাহর ছেলে মোঃ ত্বালহা (৬০), এফ/ ১৩ ব্লকের হাবিবুল্লাহর ছেলে মোঃ হারুন (৩৬) ও টেকনাফের শাহপরীর দ্বীপ উত্তর পাড়ার (বর্তমান উক্ত ক্যাম্পের রোহিঙ্গা) সৈয়দ হোসেনের ছেলে মোঃ ইসমাইল (৪৫)। রোহিঙ্গা আবদুল্লাহর ঘর তল্লাশি করে বিপুল পরিমাণ নকল বাংলাদেশি জাতীয় পরিচয় পত্র, স্মার্ট কার্ড, নকল জন্ম নিবন্ধন সনদ, নকল ড্রাইভিং লাইসেন্স, নকল এনআইডি তৈরির কম্পিউটার, প্রিন্টার, স্ক্যানার, পেনড্রাইভ, বিভিন্ন ব্যক্তির জাতীয় পরিচয় পত্রের ফটোকপি জব্দ করা হয়েছে।
অভিযানেকালে ৪ টি ল্যাপটপ, ৮ টি স্মার্টফোন, ৪টি পেনড্রাইভ, ২টি স্ক্যানার ও প্রিন্টার, ২৮ টি অনলাইন ডুপ্লিকেট জন্ম নিবন্ধন রেজিস্ট্রেশন, ১১ টি জন্ম নিবন্ধন তথ্য যাচাই, ৩০টি ডুপ্লিকেট জন্মসনদ, ২০টি ডুপ্লিকেট এনআইডি, ২০০টি বিভিন্ন ব্যক্তির এনআইডির ফটোকপি, সোনালী ব্যাংক, ইসলামী ব্যাংকের চেক বই ও জমা স্লিপ বই, ৫টি সিল, ১টি সমবায় সমিতির নিবন্ধন সনদপত্র, ২০টি শাহপরী বাস্তহারা আদর্শ গ্রাম সমবায় সমিতি লিঃ এর সদস্য ফরম, ব্যাংকে জমা দেওয়ার ৩৫ টি পাশ বহি, উখিয়ার ৪ নং রাজাপালং ইউনিয়ন পরিষদের প্রদত্ত ৮টি ট্রেড লাইসেন্স, যেগুলো রোহিঙ্গা জালিয়াতকারী আবদুল্লাহ নামে লিপিবদ্ধ, ৪নং রাজাপালং ইউনিয়ন পরিষদের ইস্যুকৃত জাতীয়তা সনদপত্র ৬ টি, ভূমিহীন সনদ ৫ টি, আবদুল্লাহ নামে বিদ্যুৎ বিলের কাগজপত্র, বিভিন্ন ধরণের জায়গা জমির দলিল ও খতিয়ান, মো. ইসমাইলের জন্ম সনদ ও আইডি কার্ড, মো. ত্বালহা নামে চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকার স্মার্ট কার্ড ও জাতীয়তা সনদ, জন্ম সনদ ও মো. হারুনের জাতীয় পরিচয় পত্রের ফটোকপি জব্দ করা হয়।
৮ এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. কামরান হোসেন জানান, প্রাথমিকভাবে জানা গেছে উক্ত চক্রটি টাকার বিনিময়ে দীর্ঘদিন থেকে সাধারণ রোহিঙ্গাদের অবৈধভাবে নকল বাংলাদেশি জাতীয় পরিচয় পত্র, জন্ম নিবন্ধন ও পাসপোর্ট তৈরি করে দিয়ে আসছে।
জানা গেছে, চলমান ভোটার তালিকায় সাধারণ রোহিঙ্গারা যাতে বাংলাদেশের নাগরিকত্ব গ্রহণ করতে পারে সেজন্য চক্রটি কাজ শুরু করেছে। এ চক্রের পিছনে আরো বড় চক্র জড়িত রয়েছে বলে সংশ্লিষ্টরা ধারণা করছেন।