নগরীর নিউমার্কেট এলাকায় বৈদ্যুতিক ট্রান্সফর্মার বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে বড় ধরনের কোনও ক্ষয়ক্ষতি হয়নি বলে জানায় ফায়ার সার্ভিস। গত বুধবার দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে। এসময় স্থানীয়দের মধ্যে ভীতির সৃষ্টি হয়।
নন্দনকানন ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ আলী বলেন, রাত দেড়টার দিকে একটি বৈদ্যুতিক ট্রান্সফর্মার থেকে বৈদ্যুতিক খুঁটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে আমরা খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। কিছু বৈদ্যুতিক তার পুড়ে গেলেও কোনও ক্ষয়ক্ষতি হয়নি।