চট্টগ্রাম আবাহনীকে রুখে দিল উত্তর বারিধারা

| বৃহস্পতিবার , ২১ জুলাই, ২০২২ at ১০:৫৩ পূর্বাহ্ণ

বাংলাদেশ প্রিমিয়ার লিগে গতকাল বুধবার খেলার প্রথমার্ধেই দুই গোল করে জয়ের জোরালো সম্ভাবনা জাগিয়েছিল চট্টগ্রাম আবাহনী। তবে সেখান থেকে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে খেলা ড্র করে নিয়েছে উত্তর বারিধারা। তাতে করে অবনমন এড়ানোর আশা বাঁচিয়ে রেখেছে তারা। গোপালগঞ্জে গতকাল চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে ২-২ ড্র করে উত্তর বারিধারা। প্রথম চট্টগ্রাম আবাহনী। লিগ শিরোপার নিষ্পত্তি হয়ে গেছে আগেই।

এখন মূলত চলছে টেবিলের উপরে থাকা আর অবনমন এড়ানোর লড়াই। রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটি, উত্তর বারিধারা, মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র ও স্বাধীনতা সংঘ-এই চার দলের মধ্যে চলছে অবনমন এড়ানোর পালা।

লিগ টেবিলে মাঝামাঝি থাকা চট্টগ্রাম আবাহনী এগিয়ে যায় দশম মিনিটে। কামরুল ইসলামের কর্নারে হেডে লক্ষ্যভেদ করেন শাখাওয়াত হোসেন। ৩৬তম মিনিটে ক্যান্ডি অগাস্টিনের আড়াআড়ি ক্রসে নিখুঁত টোকায় ব্যবধান দ্বিগুণ করেন আরিফুর রহমান। দ্বিতীয়ার্ধের শুরুর দিকে সাইদস্তোন ফজিলভের গোলে ব্যবধান কমায় উত্তর বারিধারা। ৭৮তম মিনিটে মোস্তফা কাহরাবার বাড়ানো বল জালে জড়িয়ে সমতা ফেরান আরিফ হোসেন। চট্টগ্রাম আবাহনী ২০ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে আছে।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীতে ইউনিয়ন পর্যায়ের খেলা সম্পন্ন
পরবর্তী নিবন্ধশেখ রাসেল অনূর্ধ্ব-১১ ক্রিকেটের প্রতিনিধি সভা আজ